আমাদের ক্ষতি থেকে রক্ষা করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। রমজানের এই শেষ সময়ে, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমাদেরকে এই মাস ছাড়িয়ে কল্যাণের দিকে পরিচালিত করুন। আমাদের অটল রাখুন, পরীক্ষা সহ্য করে চলার মতো পথ আপনি আমাদের জন্য পাঠান। আমাদের একটি কোমল হৃদয় দান করুন যা সর্বদা আপনার আদেশে সন্তুষ্ট থাকে। আমাদের সততা ও সাফল্য দিন এবং ক্ষতি থেকে রক্ষা করুন। আমীন।

দুই. যে ব্যক্তি তার জন্য যা সর্বশক্তিমান প্রদান করেন তাতে সন্তুষ্ট থাকে সে ব্যক্তি প্রশান্তি, তৃপ্তি এবং মনের শান্তি উপভোগ করবেন। কারণ তিনি অন্যদের কাছে যা আছে তা নিজের জন্য আকাঙ্ক্ষা করেন না অথবা তার যা তার নেই তা কামনা করেন না। সর্বশক্তিমান আপনাকে যা দিয়েছেন তাতে আপনি যদি সন্তুষ্ট হন তবে আপনি হবেন সবচেয়ে ধনী ব্যক্তি।

পূনশ্চঃ

এক. অন্যরা আপনার সাথে যা-ই করুক না কেন, তাদের কাজে আপনার ভেতরটাকে শীতল হতে দেবেন না। আরও গুরুত্বপূর্ণ হলো, অন্তরকে নির্দয় হতে দেবেন না। সর্বশক্তিমানের কাছে স্বস্তি এবং সান্ত্বনা সন্ধান করুন। আপনার মন থেকে কাঁদুন, দুঃখ বোধ করুন, কিন্তু আবার উঠে দাঁড়ান। অভিজ্ঞতা থেকে শিখুন কিন্তু তিক্ত হবেন না।

দুই. আপনি যখন সর্বশক্তিমানের ইচ্ছা বুঝতে শুরু করেন, তখন যে পরিস্থিতিই হোক না কেন আপনি প্রশান্ত বোধ করবেন। আপনি তাকে ধন্যবাদ জানাবেন, শোকর করবেন। আপনার স্রষ্টা ছাড়া আর কারো কাছ থেকে কখনোই প্রত্যাশা করবেন না। কখনো কোনো কিছু অনুমান করবেন না।

তিন. আপনার যাত্রা আপনার এবং সর্বশক্তিমানের মধ্যে। সবাই এটা বুঝতে যাচ্ছে না। এটি ঠিক আছে। আপনি কোনভাবেই তাদের কাছে এটি আশা করতে পারেন না। তারা আপনাকে উপহাস করতে পারে, হাসাহাসি করতে পারে, অথবা এমনকি ঠাট্টাও করতে পারে। আপনি মনোযোগী থাকুন। জান্নাত সংকীর্ণ চিত্তের জন্য নয়।

চার. জিনিসগুলো যেভাবে হয় তার একটি কারণ থাকে। বেঁচে থাকার জন্য এটি ভালো টিপস। সবকিছু একটি কারণে ঘটে; এমনকি যেগুলো আমাদের বিষণ্ন করে সেগুলোরও সব পরিস্থিতিতে এক একটা শিক্ষা রয়েছে। এসব থেকে শিখুন এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ থাকুন।

পাঁচ. এই পৃথিবীটাই এমন যে মানুষ আপনাকে আঘাত করে যাবে। একমাত্র সর্বশক্তিমানই আপনাকে নিরাময় করতে পারেন। তাঁর প্রতি আস্থা রাখুন, তিনিই সর্বশ্রেষ্ঠ শ্রোতা।

ছয়. প্রকৃতপক্ষে কেউই আপনাকে পুরোপুরি জানেন না, শুধু তিনিই জানেন যিনি আপনাকে সৃষ্টি করেছিলেন। যখন আপনি আশা হারিয়েছিলেন এবং ভেবেছিলেন যে নিঃশেষ হচ্ছেন; তখন তিনি আপনাকে তুলে এনেছেন এবং সর্বদা এটি হবে।

সাত. আপনি যখন একাকিত্ব, শূন্যতা এবং হতাশ বোধ করবেন তখন জেনে রাখুন এর সবই আপনার জন্য পরীক্ষা এবং ফলপ্রাপ্তির অংশ। আপনার হৃদয়কে শান্তির জন্য সর্বশক্তিমানের অভিমুখী করুন। বিষণ্ন হবেন না।
আট. হে পরাক্রমশালী। আমি যখন হতাশ হই, আত্ম-সংশয়ে পড়ে যাই, হৃদয়ে নিরাপত্তাহীনতা এবং আশাহীনতায় পড়ি তখন আপনি আমাকে আবার আস্থা ফিরে পেতে সাহায্য করুন। আশা দিয়ে আমার হৃদয় ভরে দিন।

দ্রষ্টব্য:

তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দিদের খাবার দান করে। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের খাবার দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না। (সূরা দাহর:৮-৯)

আর সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসাবে উৎকৃষ্টতর ও মহত্তররূপে। (সূরা বাকারা:২৪৫)

কিসে তোমাদের দোজখে নিক্ষেপ করেছে? তারা বলবে আমরা মুমিনদের দলভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করতাম না। (সূরা মুদ্দাসসির:৪২-৪৪)

হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,দয়াশীলদের ওপর করুণাময় আল্লাহ দয়া করেন। তোমরা দুনিয়াবাসীকে দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের দয়া করবেন। (আবু দাউদ:৪৯৪১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *