অন্যের জন্য ভাল করলে সেটি আপনার কাছেই ফিরে আসবে : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি যা তা দিয়েই আপনি আকৃষ্ট করবেন। এটাই বাস্তব সত্য। ভাল কাজ করুন তা আবার আপনার কাছেই ফিরে আসবে। সদয় হোন এবং আপনার প্রতিও সদয় হবার একই প্রস্তাব দেওয়া হবে। আপনি যখন ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটান তাহলে আপনি অবশ্যই ইতিবাচকতাকেই আকৃষ্ট করবেন। সুতরাং ভাল কিছু করার জন্য প্রতিশ্রুতিতে আবদ্ধ হোন কারণ আপনি যা দিবেন সেটিই আপনি ফিরে পাবেন!

পূনশ্চঃ

এক. লোকদের সাথে আপনার সমস্যার বিবরণ শেয়ার করা যথাসম্ভব এড়িয়ে চলুন। বেশিরভাগই এসবকে পাত্তা দেয় না এবং এটি নিয়ে গসিপ করতে পছন্দ করে। এ নিয়ে বরং সর্বশক্তিমানের কাছে যান।

দুই. সব কিছু সবার জানার দরকার নেই। কেউ সেভাবে করে না। মনে রাখবেন, আমরা সবাই এক একটা কাজ করছি। প্রতিদিন, আমরা আরও শিখতে এবং আরও ভাল হতে চেষ্টা করি। এটাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিন. আপনার ভাবনা চিন্তায় যারা জগাখিচুড়ি সৃষ্টি করে তাদেরকে না বলু্ন। যারা আপনাকে বিরক্ত করার জন্য ইচ্ছাকৃতভাবে কাজ করতে থাকে তাদেরকেও। যারা সবসময় শিকারের ভূমিকা পালন করে যদিও এটা স্পষ্ট যে তারা ভুল করছে সেসব ব্যক্তিকেও না বলুন। যারা আশা করে যে আপনি তাদের অগ্রাধিকার দেবেন কিন্তু আপনার জন্য একই কাজ করবে না- তাদেরও এড়িয়ে চলুন।

চার. সর্বশক্তিমান আপনার জন্য যে নির্দেশনা দিয়েছেন তা অনুসরণ করে আপনি যখন সঠিক কাজটি করেন এবং যা তিনি নিষিদ্ধ করেছেন তা পরিত্যাগ করেন তখন এটি কখনই কোনও বিঘ্নতার দিকে আপনাকে নেবে না। এটি প্রকৃতপক্ষে আপনাকে তাঁর সন্নিকটেই নিয়ে আসবে। সুতরাং আপনি নিজে কী নিজের মধ্যে রাখছেন সে সম্পর্কে সচেতন থাকুন, কারণ এটি তাঁর সাথে আপনার সংযোগে প্রভাব ফেলতে পারে।

পাঁচ. দয়াবান হওয়ার জন্য কোনও খরচ করতে হয় না। সদয় কাজ এবং সদয় শব্দগুলি কাউকে তাদের পথে ফিরিয়ে আনতে অনেক দূর এগিয়ে নিতে পারে। শক্তি, অনুপ্রেরণা, আত্ম-সম্মান এবং আত্মবিশ্বাস বাড়ানোর অন্তর্নিহিত ক্ষমতা তাদের রয়েছে। আপনি পেছনে কী ফেলে এসেছেন? মনে রাখবেন, এমন একটি পৃথিবীতে আপনি আছেন যে কোনও কিছু এখানে করতে পারেন, সদয় হওয়াকেই বেছে নিন।

দ্রষ্টব্যঃ

যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তুতঃ তাদের প্রতি জুলুম করা হবে না।’ (সুরা আনয়াম: ১৬০)

মারইয়াম-তনয় ঈসা বললেন, হে আল্লাহ আমাদের রব! আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ খাঞ্চা পাঠান; এটা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য হবে আনন্দোৎসব স্বরূপ এবং আপনার কাছ থেকে নিদর্শন। আর আমাদেরকে জীবিকা দান করুন; আপনিই তো শ্রেষ্ঠ জীবিকাদাতা। (সূরা আল মায়িদা: ১১৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *