দুইটি ব্রিটিশ যুদ্ধজাহাজ আটকে দিয়েছে তুরস্ক

ইউরোপ সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

ব্রিটিশ রয়্যাল নেভি মাইনহান্টার নিজেদের জলসীমার মধ্য দিয়ে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করেছে তুরস্ক। যুক্তরাজ্য কর্তৃক ইউক্রেনকে দেয়া এই যুদ্ধজাহাজ তাদের কৃষ্ণ সাগরে প্রবেশেও বাঁধা দিয়েছে।

যুক্তরাজ্য এনিয়ে তুরস্কের সঙ্গে কথা বলেছে, তবে সমাধানের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ব্রিটেন এখনো কোনো মন্তব্য করেনি।

তুরস্ক গতকাল মঙ্গলবার বলেছে, যুক্তরাজ্যের দুটি মাইনহান্টার জাহাজকে ব্ল্যাক সাগরের পথে ট্রানজিট করার অনুমতি দেবে না। ইউক্রেনকে দেয়া যুক্তরাজ্যের এই যুদ্ধজাহাজ আটকে দিয়েছে তুরস্ক।

আঙ্কারা থেকে রয়টার্স জানায়, যুক্তরাজ্য দুইটি যুদ্ধজাহাজ দিয়েছিল ইউক্রেনকে। সেই জাহাজ তুরস্ক হয়ে কৃষ্ণ সাগরে ঢোকার চেষ্টা করছিল। তখনই জাহাজ দুটিকে কৃষ্ণসাগরে প্রবেশে করতে দেয়নি তুরস্ক।

মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের কার্যালয় জানায়, ১৯৩৬ সালের চুক্তি মোতাবেক যুদ্ধ চলাকালীন কোনো যুদ্ধ জাহাজ কৃষ্ণসাগরে ঢুকতে দেয়ার সুযোগ নেই। যুদ্ধরত দুই দেশের কাছেই যাতে কোনো যুদ্ধজাহাজ পৌঁছাতে না পারে ওই কনভেনশনে সে কথাই রয়েছে ।

ব্রিটেন গত মাসে বলেছে, রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের সমুদ্র অভিযানকে শক্তিশালী করতে সহায়তা করার জন্য ইউক্রেনের নৌবাহিনীতে দুটি রয়্যাল নেভি মাইনহান্টার জাহাজ হস্তান্তর করবে।

ন্যাটো সদস্য তুরস্ক মিত্রদের জানিয়ে দিয়েছে, যতদিন ইউক্রেনে যুদ্ধ চলতে থাকবে ততদিন তারা জাহাজগুলিকে তার বসফরাস এবং দারদানেলিস প্রণালী ব্যবহার করতে দেবে না।

তুরস্ক টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, আমাদের প্রাসঙ্গিক মিত্রদের যথাযথভাবে অবহিত করা হয়েছে যে ইউক্রেনকে দেয়া মাইনহান্টিং জাহাজগুলিকে তুর্কি প্রণালী দিয়ে ব্ল্যাক সাগরে যেতে দেওয়া হবে না যতদিন যুদ্ধ চলবে। সুত্র: টেলিগ্রাফ ও রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *