চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়াংঝি অঞ্চলে প্লেনটি বিধ্বস্ত হয়। ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। এ ঘটনার পরপরই তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আরোহীদের কেউ হয়তো বেঁচে নেই। ২১ মার্চ, সোমবার দুপুরে এ দুর্ঘটনার খবর জানায় ফরাসি সংবাদমাধ্যম এএফপি।চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি গুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী। ছয়শ জনের একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল।
More visuals from the #planecrash site https://t.co/WIps414F9W pic.twitter.com/GeCSm9uB3h
— Dr. Sandeep Seth (@sandipseth) March 21, 2022
ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, প্লেনটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে ছিল। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়।