হেফাজতে ইসলাম ইউকে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

ধর্ম ও দর্শন যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বাতিল মোকাবেলার দৃঢ় প্রত্যয় নিয়ে শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার

হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ২১ ডিসেম্বর শনিবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। ইশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে ইউকের বিভিন্ন শহর থেকে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সকলের জন্য বিশেষ ভাবে উৎসাহ ব্যঞ্জক ও প্রাণশক্তি সঞ্চারক।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ইউকে’র নব নির্বাচিত সভাপতি শায়খুল হাদীস মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন নব নির্বাচিত জেনারেল সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া। সহযোগিতায় ছিলেন হেফাজত ইউকের জয়েন্ট সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ।

অভিষেক অনুষ্ঠানে দায়িত্বশীল নেতৃবৃন্দ তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ঈমান- ইসলামের হেফাজত, আল্লাহ ও রাসূলের মর্যাদা রক্ষা, ইসলামবিরোধী গভীর ষড়যন্ত্র সমুহের কার্যকর মোকাবেলা এবং সকল বাতিল শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামী ভূমিকা পালনের দৃঢ় প্রত্যয় ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তার ঐতিহাসিক যাত্রা শুরু করেছিল। অনেক চড়াই উৎরাই পেরিয়ে এবং ঝঞ্ঝাবিক্ষুব্ধ প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে হেফাজতে ইসলাম আজ স্বমহিমায় সফল ভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ইসলামী ঐক্যের স্মারক এ প্লাটফর্মটি উপযুক্ততা, কার্যকারিতা ও গ্রহণযোগ্যতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী সংগঠন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এটা হেফাজতের মকবুলিয়াতের স্পষ্ট দলীল।

শাপলাচত্বর ট্রাজেডি পরবর্তী সময়ে হেফাজতে ইসলাম ইউকের সফল প্রোগ্রামসমূহ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে উল্লেখ করে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের উপর যারা জুলুম নির্যাতনের ষ্ট্রিম রোলার চালিয়ে ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেই লাঞ্ছনার অতল গহ্বরে নিপতিত করেছেন। হেফাজতের কোরবানি ও ত্যাগের সূত্র ধরে আজ এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। নতুন মহিমায় উদ্ভাসিত হয়ে উঠেছে আজ হেফাজত। এখন সময় এসেছে ইউকেতেও হেফাজতে ইসলামের কার্যক্রমকে আরো গতিশীল করার। বলতে দ্বিধা নেই, বর্তমান এই যুগসন্ধিক্ষণে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীর কর্মসূচি পালনে ঐক্যের এক মজবুত সেতুবন্ধন রচনার মধ্য দিয়েই আমাদের জন্য সফলতার দিগন্ত উন্মোচিত হতে পারে।

নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মাওলানা মুফতি আবদুর রহমান মনোহরপূরী অভিষেক অনুষ্ঠানে কমিটির পূর্ণাঙ্গ তালিকা পাঠ করে শোনান। ১০১ সদস্য বিশিষ্ট ইউকে কার্যকরি কমিটি ছাড়াও ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা বোর্ডও তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।

নবগঠিত ইউকে কমিটি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে শুরুতেই বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে কমিটির সহ-সভাপতি মাওলানা ফয়েজ আহমদ।

অভিষেক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন হেফাজতে ইসলাম ইউকের উপদেষ্টা শায়েখ মাওলানা তরিকুল্লাহ,বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম ইউকের উপদেষ্টা মাওলানা এখলাছুর রহমান, হেফাজতে ইসলাম ইউকের সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান,সহ-সভাপতি মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, সহ-সভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, সহ-সভাপতি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, সহ-সভাপতি মুফতি মাওসুফ আহমদ,সহ-সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মুফতি হাবিব নুহ, সহ-সভাপতি মাওলানা মামনুন মহিউদ্দিন, এসিসটেন্ট সেক্রেটারি মুফতি সালেহ আহমদ, এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান (ওল্ডহাম), সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী (ওল্ডহাম), সহকারি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুফাইস আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সৈয়দ জুনায়েদ আহমদ (রচডেল) প্রমুখ৷

অভিষেক অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ইউকের উপদেষ্টা মাওলানা হারিসুদ্দীন (লন্ডন),উপদেষ্টা ক্বারি আব্দুল মুকিত আযাদ (বার্মিংহাম), উপদেষ্টা মাওলানা সাইদ আলি (দশঘরী), উপদেষ্টা হাফিজ মাওলানা সাদিকুর রহমান, হেফাজতে ইসলাম ইউকের সহ-সভাপতি মুফতি তাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ফয়জি, সহ-সভাপতি মাওলানা শাহ মিজানুল হক, নির্বাহি সদস্য মাওলানা সৈয়দ মুশাররফ আলী, মাওলানা নাজিম উদ্দিন, আ, ফ, ম শুয়াইব আহমদ, এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন, এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা এনামুল হাসান সাবির, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-প্রচার সম্পাদক মুফতি শাহ আবু বকর, সহ-প্রচার সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম ইউকের সহকারি শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তায়িদুল ইসলাম, সহকারি যুব বিষয়ক সম্পাদক হাফিজ ওয়ালিদুর রহমান, সহকারি যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম উবায়েদ, সহকারি যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ, নির্বাহি সদস্য মাওলানা মুখতার হুসাইন, নির্বাহি সদস্য মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, নির্বাহি সদস্য মুফতি আব্দুর রাজ্জাক, নির্বাহি সদস্য মওলানা মহিউদ্দিন খাঁন ও হাফীজ মাওলানা সুহাইল আহমদ প্রমুখ৷

অভিষেক অনুষ্ঠান শেষে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির সংক্ষিপ্ত নির্বাহী মিটিং অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম ইউকের কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন শাখা পুনর্গঠন, ইউকে জুড়ে নতুন শাখা গঠন ইত্যাদি-সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *