হৃদয়ের পরিবর্তনকারী সর্বশক্তিমান : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ মাসুম খলিলী :

এক. সর্বশক্তিমান। আপনি হৃদয়ের পরিবর্তনকারী। আপনি মুহূর্তের মধ্যে আমাদের নিরাময় করতে পারেন। আপনি মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারেন। আপনি অসম্ভবকে বাস্তবে পরিণত করতে পারেন। আমরা সবসময় সব কিছুর জন্য যেন সবসময় আপনার কৃতজ্ঞ হতে পারি। আমীন।

দুই. চারপাশে আসর বসিয়ে, গল্প গুজবে এবং পরচর্চার মধ্য দিয়ে সময় নষ্ট করার বিষয় অনেকের কাছেই অচেনা নয়। তারা ভুলে যায় যে, এই জাতীয় কাজগুলির সবটি এক একটি পাপ। নিজের উন্নতি করতে সময়টি বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। মনে রাখবেন, আগামীকাল আপনার জন্য নিশ্চিতভাবে আসবে এমন প্রতিশ্রুতি কারও কাছে দেওয়া হয়নি। সুতরাং আপনার সংক্ষিপ্ত জীবনের সময় নষ্ট করবেন না এবং আপনার অগ্রাধিকারগুলিকে পুনরায় সাজানো শুরু করুন!

পুনশ্চঃ

এক. সব সময় মনে রাখবেন,সর্বশক্তিমানের ডিক্রি যা আমরা দেখতে ও বুঝতে পারি তা থেকে অনেক দূরে। আমাদের ভাবনা-চিন্তা অতদূর যেতে পারে না। তাই অতিচিন্তা ও অতি বিশ্লেষণ না করাই ভালো। এসব বিষয় তাঁর জন্য ছেড়ে দিন, যিনি সবকিছু জানেন।

দুই. জীবন হলো আত্মত্যাগ। জীবন হলো বাছাই করা। আপনি সবকিছু ধারণ করতে পারবেন না। কিন্তু যখন আপনি জানেন যে আপনি এটি আপনার স্রষ্টার জন্য করছেন তখন এটি আরো অর্থবহ হয়ে ওঠে। নিশ্চয় তাঁর পুরস্কার সর্বশ্রেষ্ঠ প্রতিদান!

তিন. আপনার কষ্টের জগতের বাইরে তাকান এবং দেখুন অন্যরা কিসের মধ্য দিয়ে যাচ্ছেন; তাদের বেদনা, তাদের সংগ্রাম এবং কিভাবে আপনি এ সম্পর্কে কিছু করতে পারেন তা দেখুন। আর কষ্ট, বেদনা, চাপ ও উদ্বেগ যার মুখোমুখি আপনি হচ্ছেন সে সম্পর্কে অভিযোগ করবেন না। আপনি যার মধ্য দিয়ে যাচ্ছেন তার সব কিছুই সর্বশক্তিমান জানেন। তিনি সেই অনুসারে আপনাকে পুরস্কৃত করবেন।

চার. শয়তানকে আপনার মধ্যে সন্দেহের সৃষ্টি করতে দেবেন না। সে এ কাজে খুবই দক্ষ। সন্দেহ আপনার হৃদয় এবং মনের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। এটি আপনাকে অস্বস্তি ও দিশাহীন ভাবায়। আপনার বিশ্বাসকে দৃঢভাবে নোঙ্গর করতে হবে এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে হবে। সর্বশক্তিমান সর্বদা আপনাকে স্থির রাখার জন্য এবং আপনাকে আবারো ট্র্যাকে ফিরিয়ে আনতে সক্রিয় আছেন!

পাঁচ. এটাই জীবন। উত্থান পতন। বাধা এবং বিপত্তি। আপনি নিশ্চয়ই সে সবের সাথে পরিচিত। তবে এটিকে কখনই হতাশ করতে দেবেন না নিজেকে। মনে রাখবেন, এই ক্ষণস্থায়ী জীবনে কোন কিছুই স্থায়ী নয়। কিছুই টিকে না। চলতে থাকুন। শেষ গন্তব্য সুন্দর হবে।

ছয়. আগামীতে কী হবে তা নিয়ে উদ্বিগ্ন হওয়া ছেড়ে দিন। এটি তেমন কোনও অর্থবোধক হয় না এবং আপনার জীবনে যুক্ত করে শূন্য মান । সর্বশক্তিমানকে বিশ্বাস করুন, সর্বোত্তম পরিকল্পনাকারীকে এ জন্য কার্যকরভাবে কাজ করতে দিন। আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং সবক্ষেত্রে আপনার সেরাটি করার চেষ্টা করুন। এক সময়ে একটি পদক্ষেপ গ্রহণ করুন! দেখবেন জিনিসগুলি জায়গা মতোই চলে আসছে!

সাত. আপনি যদি অন্যকে সাহায্য না করতে পারেন তবে তাদের ক্ষতি করবেন না। শেষ পর্যন্ত, আমাদের চরিত্র বা গুণগত বৈশিষ্ট্য এবং অন্যের ওপর আমাদের যে প্রভাব পড়েছিল সেটিই হিসাব করা হয়। এমন জীবনযাপন করুন যা অর্থবহ হয়।

দ্রষ্টব্যঃ

আল্লাহর আদেশ আসবেই; কাজেই তা তাড়াতাড়ি পেতে চেয়ো না। তিনি মহিমান্বিত এবং তারা যা শরীক করে তিনি তা থেকে ঊর্ধ্বে। (সূরা আন নাহল: ১)

সরল পথের নির্দেশ করা আল্লাহর দায়িত্ব। আর পথগুলির মধ্যে বক্রপথও আছে; তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকেই সৎপথে পরিচালিত করতেন। (সূরা আন নাহল: ৯)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *