সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য : এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী লিডারশিপ প্রোগ্রাম-২৫ শুক্রবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও দেশীয় সাংস্কৃতিক সংসদের উপদেষ্ঠা এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সাহিত্য-সংস্কৃতি প্রজন্মের চিন্তা চেতনাকে প্রভাবিত করে। উদ্ভট, অপ্রয়োজনীয়, অশ্লীল সংস্কৃতির চর্চা সমাজ ও রাষ্ট্রের অকল্যাণ বয়ে আনে। তাই আমাদের প্রজন্মের সুস্থতা, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের কথা চিন্তা করে সাহিত্য-সংস্কৃতির ইতিবাচক চর্চা বাড়াতে হবে। শান্তিপূর্ণ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতির বিকাশ অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, যে কোন ক্রান্তিকালে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সত্য ও ন্যায়ের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক কার্যক্রম মানুষকে উজ্জিবিত ও ঐক্যবদ্ধ করে।

দেশীয় সাংস্কৃতিক সংসদ এর সিলেট অঞ্চল পরিচালক সাংস্কৃতিক সংগঠক ও প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও দেশাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

আলোচনায় ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, সাহিত্য ও সংস্কৃতি সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। সাহিত্য, সংস্কৃতির সংস্পর্শ মানুষকে অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখে। তিনি সুস্থধারার সংস্কৃতির চর্চা ও বিকাশে সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন গঠন এবং পরিচালনার প্রতি গুরুত্বারোপ করে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর এবং সিলেট জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, সুনমাগঞ্জ জেলার উপদেষ্ঠা মাওলানা তোফায়েল আহমদ খান, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, দেশাসের সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল-ইমরান, সিলেট জেলা সভাপতি নিজাম উদ্দিন খান, হবিগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা সভাপতি এ্যাডভোকেট নুরুল আলম, মৌলভীবাজার জেলা সভাপতি নোমান আহমদ প্রমূখ। সভায় বৃহত্তর সিলেটের সবগুলো উপজেলা থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রত্যেককে দেশাসের প্রকাশনা সহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *