সুনামগঞ্জে আধিপত্য নিয়ে বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত সড়কে কয়লা চুনাপাথরবাহী গাড়ি আটকে চাঁদা আদায়কে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ আলী (৬২) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলী তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী স্থল শুল্ক ষ্টেশন থেকে মহিষখলা বাজারের ওপর দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোক্তার হোসেনের নেতৃত্বে এসব লরিগাড়ি থেকে চাঁদা আদায় করা হয়। গত কয়েকদিন ধরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সিকদার ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের কর্মী হারুন মিয়া এ চাঁদাবাজি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টি নিয়ে উভয়পক্ষের মাঝে দ্বন্দ্ব শুরু হয়।

সোমবার বিকালে মহিষখলা বাজারে উভয়পক্ষের মধ্যে এ নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মোক্তার হোসেন ও তার লোকজন হাসান ও হারুনের ওপর চড়াও হয়। সন্ধ্যায় মহিষখলা বাজারে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সংঘর্ষে মোহাম্মদ আলী আঘাত পেয়ে গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, সন্ধ্যায় দু’পর মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং মোহাম্মদ আলী নামে একজন মারা গেছেন। তবে ধারণা করা হচ্ছে উনি স্ট্রোক করে মারা গেছেন।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ জানান, দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসাপাতালে পাঠানো হবে। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *