সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ বহিস্কার

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

মাদক ও অস্ত্র-সহ যৌথবাহিনীর হাতে আটকের পর সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রোববার (২ মার্চ ২০২৫) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গত ৫ ফেব্রুয়ারী সিলেট শহরের সুবিদবাজার থেকে বনকলাপাড়ার বাসিন্দা মৃত আব্দুল মুক্তাদির বুলবুল আহমদের পুত্র ইমাদ-সহ ৪ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। আটককৃত অন্যরা হলেন- বাদামবাগিচা এলাকার আমিন মিয়ার পুত্র মুজিবুর রহমান সনি (২৭), শাহপরান মিরাপাড়া এলাকার মৃত সিকান্দর আলীর পুত্র মাহমুদ আলী (৪৪) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মৃত নেদারুল ইসলামের পুত্র রিপন (৪৬)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *