সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ঘে ৪ জনের প্রাণহানি ঘটেছে, গুরুতর আহত হয়েছেন আরো ৩জন। নিহতদের মধ্যে রয়েছেন, প্রাইভেটকারের চালক নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুগদাপাড়া এলাকার মিলন ভূইয়ার ছেলে সোহেল ভূইয়া (৪০), প্রাইভেটকারের যাত্রী ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি বেগম (৩৫) জাহিদ হাসানের ছেলে আয়ান (৭) ও একই এলাকার শরিফ মালুমের স্ত্রী শামীমা (৪০)। গুরুতর আহতরা হলেন, জাহিদ হাসান ও তার অপর ছেলে।
রোববার সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের নিরাইয়া পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ঢাকাগামী ট্রাক (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সিলেটগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।