দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের পঞ্চদশ কেমুসাস বইমেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবু জাফর এম কে মজমাদারকে নিবেদিত ৫ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরীসহ সাহিত্য সংসদের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে বইপাঠে উৎসাহিত করতে হবে। দেশের ঐতিহ্যবাহী সংগঠন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পাঠক সৃষ্টির মাধ্যমে নতুন প্রজন্মকে সমৃদ্ধ করতে চায়। কারণ বই হচ্ছে জ্ঞানের অন্যতম বাহন।
বইমেলা উপকমিটির আহ্বায়ক সেলিম আউয়ালের সভাপতিত্বে ও সদস্যসচিব আহমেদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় মেলার উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক, সহসভাপতি কবি কালাম আজাদ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এডভোকেট আব্দুস সাদেক লিপন, আফতাব চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, ডা. মোস্তফা শাহজামান বাহার, জগলু চৌধুরী, ইছমত হানিফা চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, ড. তুতিউর রহমান, সাংবাদিক খালেদ আহমদ, লুৎফা আহমদ লিলি প্রমুখ।
এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিবর্তন, পাপড়ি, কৈতর, আত্তাকওয়া ইসলামিক সেন্টার, পান্ডুলিপি প্রকাশন, কালান্তর প্রকাশনী, কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন, গার্ডিয়ান এমাজন, প্রাইম লাইব্রেরি, গাংচিল, জসিম বুক হাউস, মারুফ লাইব্রেরি, আবিদা লাইব্রেরি, আরিফ লাইব্রেরি, দোআঁশ, বাহারি, নাজমা বুক ডিপো, সিলেট লেখিকা সংঘ, নোভা, শৈলী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ।
বইমেলা উপলক্ষে সাহিত্য সংসদ গৃহীত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ১১ মার্চ, শুক্রবার বিকেল ৪টায় চিত্রাংকন ও হাতের লেখা প্রতিযোগিতা। চিত্রাংকন প্রতিযোগিতার বিষয়ের মধ্যে রয়েছে ‘ক’ গ্রুপ (কেজি থেকে দ্বিতীয় শ্রেণি) বিষয় ও মাধ্যম : ইচ্ছেমতো। ‘খ’ গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয় : আমাদের গ্রাম, মাধ্যম : ইচ্ছেমত।
১২ মার্চ, শনিবার বিকেল ৪টা কবিতা আবৃত্তি, ‘ক’ গ্রুপ (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) বিষয় : কবি আসাদ চৌধুরীর ‘তখন সত্যি মানুষ ছিলাম’। ‘খ’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) বিষয় : কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’।
১৩ মার্চ, রোববার বিকেল ৪টায় ক্যালিগ্রাফি প্রতিযোগিতা, ‘ক’ গ্রুপ (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) এবং ‘খ’ গ্রুপ সবার জন্যে উন্মুক্ত। ক্যালিগ্রাফি প্রতিযোগিতার মাধ্যম ও বিষয় ইচ্ছেমতো এবং সময় ২ ঘন্টা। ১৪ মার্চ, সোমবার সন্ধ্যে সাড়ে ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণী।
এদিকে সন্ধ্যায় কেমুসাস বইমেলা মঞ্চে ১১০৮তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষনা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের সভাপতিত্বে ও নাঈমুল ইসলাম গুলজারের উপস্থাপনায় অনুষ্ঠিত আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ কালাম আজাদ, কবি সৈয়দ আলী আহমদ, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, জগলু চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের, হোসনে আরা কলি।