বাংলাদেশের সিইআইটিসি বোরকা ও নেকাব নিষিদ্ধ করায় জনমনে সৃষ্টি হয়েছে ব্যাপক ক্ষোভ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেইনিং কমপ্লেক্সের (সিইআইটিসি) কর্তৃপক্ষ সেখানে কর্মরত মহিলা কর্মচারীদের নেকাব ও বোরকা পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পর জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের পাহাড়তলী ফয়েজ লেক সংলগ্ন এই প্রতিষ্ঠান কর্তৃক গত ১৬ই এপ্রিল মুসলিম মহিলাদের ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার জঘন্য সিদ্ধান্ত ঘোষনার পর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

ইউনিফর্ম পলিসি, ড্রেস কোড, পার্সোনাল অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড এবং গ্রুমিং কোড শিরোনামের ৩ পৃষ্ঠার অফিস আদেশটিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সিইআইটিসি। ১লা মে থেকে এটি কার্যকর করা হবে। ড্রেস কোডে রয়েছে- মহিলা কর্মচারীরা মুখ ঢেকে রাখতে পারবেন না এবং ডিউটির সময় নেকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ।

প্রতিষ্ঠানটির মানবসম্পদ ব্যবস্থাপক মো. কবির হোসাইন স্বাক্ষরিত অফিস আদেশে এই নিষেধের কথা বলা হয়েছে। তবে সেখানকার ধর্মপ্রাণ স্টাফ বলছেন, মুসলিম মহিলাদের জন্য বোরকা একটি বাধ্যতামূলক ড্রেস কোড। ধর্মীয় এই পোশাকটি নিষিদ্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *