সর্বশক্তিমান, আমাদের হৃদয়ে শান্তি দান করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ মাসুম খলিলী :

এক. সর্বশক্তিমান। আমাদের জীবনের প্রতিটি দিনে আপনাকে আমাদের প্রয়োজন। আমাদের চালিয়ে যাওয়ার শক্তি দেওয়ার জন্য এবং ভালোর দিকে পরিচালিত করার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমাদেরকে এমন বিক্ষিপ্ততা থেকে দূরে থাকতে সাহায্য করুন যা আপনাকে স্মরণ করা থেকে আমাদের দূরে নিয়ে যায়। আমাদের স্বাস্থ্য এবং স্বস্তি দিন। সর্বোপরি, আমাদের হৃদয়ে শান্তি দান করুন। আমীন।

দুই. আপনি যদি নিজের আত্মার শক্তি সম্পর্কে জানতে চান তবে যাচাই করে দেখুন আপনি কতটা ধৈর্যশীল, আপনি সর্বশক্তিমানের ইচ্ছাকে কতটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন। আপনি বেঁকে যাবেন কিন্তু ভাঙবেন না।

পুনশ্চঃ

এক. আপনি কোন ভুল করে থাকলে এটা বড় কোন ব্যাপার না। আমরা সবাই তা করি। আপনাকে সেই দিন থেকে সেই লেবেল বা ভুলগুলি বহন করার প্রয়োজন নেই যাতে সেটি আপনার পরিচয় হয়ে না দাঁড়ায়। যা করা হয়েছে, হয়ে গেছে। এটা সেখানে শেষ।এটিকে আপনার ব্র্যান্ড হতে দেবেন না এবং আপনি আজ যে নতুন পছন্দগুলি করছেন সেটিকে সে ভুল দিয়ে প্রভাবিত হতে দেবেন না। সামনে আগাতে থাকুন।

দুই. যতই রাগ হোক না কেন, কখনই অন্যের প্রতি কঠোর শব্দ ব্যবহার করবেন না; কারণ সেগুলিই হতে পারে শেষ কথা যা আপনি তাদের বলতে পারবেন। সবসময় সদয় হতে ভালো শব্দ চয়ন করুন।

তিন . বেশি চাওয়া মানুষের স্বভাব। মানুষ অতৃপ্ত। এটাই আমরা। আজই একটি পরিবর্তন শুরু করি, দেখি আমরা যা চাই তা চাওয়ার আগে আমাদের ইতিমধ্যে যা আছে এবং তিনি আমাদের যা দিয়ে আশীর্বাদ করেছেন তার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানালে কী হয়?

চার. আমরা প্রায়শই ভুলে যাই আমাদের যাত্রার নিয়ন্ত্রণ কার হাতে। আমরা পরিকল্পনা করি যেন সমস্ত কিছু নিশ্চিত হয়। যেন আমরা যা চাই সবই পেয়ে যাই। তবে সর্বশক্তিমান আমাদেরকে বিশেষভাবে করোনা মহামারীর সময় দেখিয়েছেন, আমাদের যা কিছু আছে তার সব কিছুর জন্য প্রশংসা করা উচিত। তিনি যে কোনও সময় যে কোনও কিছু কেড়ে নিতে পারেন!

পাঁচ . ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখুন। মন্দ মনোভাব নিয়ে নয়। আপনি যখন বন্ধুদের কৃপা লাভ করতে দেখছেন তখন তাদের জন্য খুশি হোন। তাদের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন যাতে সর্বশক্তিমান আপনাকে সমান অনুগ্রহ দান করেন। আপনার পালা এক সময় আসবে। এই নীতি নিয়ে জীবন কাটান যে, যখন আমার পালা ছিল না, আমি তখন কাউকে কখনই ঘৃণা করি না। আমি শুধু অপেক্ষায় থাকি!
ছয়. আপনি অনলাইনে যা দেখেন তার সাথে আপনার বিয়ের তুলনা করবেন না। এমন লোকেরা সবসময় থাকবে যারা এমন ছবি পোস্ট করে যেন মনে হয় যে তারা আপনার এবং আপনার স্ত্রীর চেয়ে ভাল সময় কাটাচ্ছে! এই ধরনের তুলনার প্রলোভন এড়িয়ে চলুন। হিংসা খুবই বিপজ্জনক। এমনকি বিপর্যয়করও; সুতরাং তেমন কিছু মনে হলে আপনি অবশ্যই অফলাইনে থাকুন!

দ্রষ্টব্যঃ

তারা সৎকাজে প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকত আশা ও ভীতির সঙ্গে এবং তারা ছিল আমার কাছে বিনীত। (সুরা আম্বিয়া: ৯০)

‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।’ অর্থ : হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী। আয়েশা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া বলতেন। (আবু দাউদ: ১৫১২)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *