সর্বশক্তিমানের ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমানের ইচ্ছা ছাড়া আসমান ও জমিনে কিছুই ঘটে না। তিনি আমাদের যা সঠিক তা অর্জনের জন্য সংগ্রাম করতে বলেছেন। এটা মাথায় রেখে, আমাদের উচিত অবিচল ও ধৈর্য ধরে ন্যায়ের উপর দৃঢ় থাকা। আমরা যেন সর্বদা সর্বোত্তম ফলাফলের জন্য প্রার্থনা করি এবং সর্বান্তকরণে তাঁর আদেশ গ্রহণ করি।

দুই. আপনি তাদের সম্পর্কে যা শুনেছেন তার ভিত্তিতে লোকদের বিচার করবেন না। আগে নেয়া কল্পিত কোন ধারণা কাজে আসে না। সবাইকে বলার সুযোগ দিন। তাদের কথা শুনুন। আপনি যদি তাদের পরিস্থিতিতে থাকেন তবে কি আপনি কি সেই সুযোগটি পেতে চাইতেন না? ন্যায়বান হোন।

পূনশ্চঃ

এক. যে আপনার সাথে অন্যায় করেছে তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করার জন্য আপনার হৃদয়ে এটি সন্ধান করুন। এটা কঠিন কিন্তু পুরষ্কারগুলি অনেক বড় এবং সর্বশক্তিমান নিজেই এটি দেন।

দুই. আপনি যদি চান যে আপনার হৃদয়ে শান্তি বিরাজ করুক, তাহলে রাগ, বিরক্তি, দোষ এবং অতিচিন্তাকে বিদায় দিন।

তিন. কাউকে দোষ দেওয়া, আঙুল তোলা বা নিন্দা করা থেকে বিরত থাকুন। আমরা সকলেই পাপ করি, আমাদের সকলের দুর্বল দিক রয়েছে। দিনের শেষে, আমরা সবাই সর্বশক্তিমানের কাছেই দায়বদ্ধ।

চার. লোকেরা আপনার ভাবমর্যাদাকে কলঙ্কিত করতে পারে, আপনার ব্যক্তিত্বে কালিমা লেপন বা এ ধরনের আরো কিছু করতে পারে তবে হৃদয়ে বিশ্বাস রাখুন তারা যাই করুক না কেন আপনার ভাল কাজগুলি তারা কেড়ে নিতে পারবে না। তাদের যা মন চায় তা বলতে দিন। সর্বশক্তিমান প্রকৃত সত্যটি জানেন এবং যারা আপনাকে আরও ভাল জানেন তারা এ জাতীয় সস্তা প্রচারে বিভ্রান্ত হবেন না!

পাঁচ. কখনও কখনও সর্বশক্তিমান আপনার জীবন থেকে কোনও নির্দিষ্ট ব্যক্তিকে সরিয়ে দেন এই কারণে যে সম্পর্কটি আর কোনও উদ্দেশ্য পূরণে কাজ করবে না। আর এর কোনও ইতিবাচক বিকাশ নেই। এটিকে চিহ্নিত করতে শিখুন। সেই ব্যক্তির পিছনে দৌড়াবেন না যিনি আপনার জীবনের পরবর্তী যাত্রার অংশ হতে চাইছেন না। সামনে এগিয়ে চলুন!

ছয়. সর্বশক্তিমান। আমরা নিখুঁত নই। আমরা পাপ করি, আমরা বিচ্যুত হই এবং ভুল করি, তবে আমরা আপনাকে সন্তুষ্ট করার সর্বাত্মক চেষ্টা করি। আমরা কেবলমাত্র আপনার জন্যই আমল করি, আমাদের সৎ কর্ম গ্রহণ করুন। আমাদের ত্রুটিগুলিকে ক্ষমা করুন। আমরা কখনই আপনার করুণার ব্যাপারে আশা হারাই না। আমরা সর্বদা আমাদের হৃদয়কে আপনার সাথে সংযুক্ত রাখব!

দ্রষ্টব্যঃ

আল্লাহ যাকে সত্যপথ দেখাবার ইচ্ছা করেন তার বক্ষদেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। আর যাকে তিনি গোমরাহীতে নিক্ষেপ করার ইচ্ছা করেন, তার বক্ষদেশ খুব সংকীর্ণ করে দেন। যাতে মনে হয় সে কষ্ট করে আকাশের দিকে উঠার চেষ্টা করছে। (সূরা আনআম: ১২৫)

আর এভাবে আমি মানুষ শয়তান ও জিন শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশমনে পরিণত করেছি, তারা ধোঁকা ও প্রতারণার ছলে পরস্পরকে চমকপ্রদ কথা বলতো। তোমার রব ইচ্ছা করলে তারা এমনটি কখনো করতে পারতো না। কাজেই তাদের অবস্থার উপর ছেড়ে দাও, তারা মিথ্যা রচনা করতে থাকুক।(সূরা আন‘আম: ১১২)

এরা বলে, দয়াময় আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা কখনো তাদের পূজা (শিরক) করতাম না। এ বিষয়ে তাদের কোনো ইলম নেই। তারা কেবলই অনুমান করেই কথা বলে থাকে। (সূরা যুখরুফ: ২০)

হে আমার রব! তুমি যেমন আমাকে (শয়তান) বিপথগামী করলে ঠিক তেমনি আমি পৃথিবীতে এদের জন্য প্রলোভন সৃষ্টি করে এদের সবাইকে বিপথগামী করবো’’। (সূরা হিজর: ৩৯)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *