সবকিছু সবার কাছে প্রকাশ করার বিষয় নয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. মনে রাখবেন যে আপনার নিজের সম্পর্কে যা কিছু আছে তার সবকিছু সবার কাছে প্রকাশ করার বিষয় নয়। ব্যক্তিগত জিনিস গোপন রাখুন। বিচক্ষণ হোন। এটি আপনাকে শেষ পর্যন্ত অনেক ঝামেলা এবং হতাশা থেকে রক্ষা করবে।

দুই. আপনি যা হারিয়েছেন তা নিয়ে চিন্তিত হবেন না। এটি সর্বশক্তিমানের আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার উপায় যে আরও ভাল জিনিস আপনার জন্য সঞ্চয়ে রয়েছে। আপনি কখনও কল্পনা করেননি এমন দরজা তিনি উন্মুক্ত ও পুনরুদ্ধার করবেন। অতএব দুঃখিত হবেন না এবং যা কিছু হয়েছে তার জন্য শোক করবেন না। পরিবর্তে, কী কী হচ্ছে তার দিকে নজর রাখুন!

পূনশ্চঃ

এক. সবসময় তাড়াহুড়ো করবেন না। সর্বশক্তিমান শুধুমাত্র আপনাকে রক্ষা করার জন্য ধীর করে দিতে পারেন। বিলম্ব মানে অস্বীকার করা নয়। সামনে খারাপ কিছু থাকতে পারে যা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি দেখতে পান। আপনি চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবেন যে এ বিষয়ে আপনি তাড়াহুড়ো করেননি। ধীর স্থির থাকুন।

দুই. যখন আপনার কোন সমস্যা হয় তখন তা নিয়ে অন্যের সাথে বেশি কথা বলে সময়ের অপচয় করবেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটিকে তারা তেমন গুরুত্ব দেয় না। বাকিদের মধ্যে কেউ কেউ এটিকে আরও খারাপ করে থাকে, আর খুব কম সংখ্যক লোকই আছেন যারা সত্যিকারের দুঃখ অনুভব করেন! সর্বশক্তিমানের দিকেই প্রত্যাবর্তন করুন, যিনি সর্বদাই আপনার জন্য আছেন। তিনি সেরা শ্রোতা। আপনার এর চেয়ে বেশি আর কী দরকার!

তিন. আপনি যখন কোন কিছু প্রচার করেন অথচ তা অনুশীলন করেন না, তখন যা ঘটার তা ঘটে। আপনি আপনার বিশ্বাসযোগ্যতা হারাতে শুরু করেন। আপনার কথার মান কমতে শুরু করে। মনে রাখবেন, কাজ শব্দের চেয়ে আরও জোরে কথা বলে। এমনকি মস্তিষ্কে আঘাতের আগেই মুখটি চালু করে দেয়া সব সময় সহজ! কিছু বলার সময় কী বলছেন তাতে মনোযোগ দিন।

চার. মানুষ প্রশিক্ষিত এবং তাকে অনুসরণ করা শর্তযুক্ত। তবে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কী অনুসরণ করছেন তা কি জানেন? চক্রটি ভাঙতে ভয় পাবেন না। সর্বশক্তিমানের কাছে সত্য পথের জন্য প্রার্থনা করুন। সোজা পথ কোন কোন সময়ে একাকী হতে পারে। এটি প্রায়শই হয়। তবে চূড়ান্ত বিষয়ের কথা ভাবুন, চিরন্তন গন্তব্যের কথা!

পাঁচ. আপনি কোথায় চলেছেন সেদিকে মনোযোগ দিন। আপনি অতীতে যেখানে ছিলেন সেই সময় ফিরিয়ে আনার চেষ্টা করে আপনার শক্তির অপচয় করবেন না। সর্বশক্তিমান আপনাকে এখন যেখানে নিয়ে এসেছেন তার একটি কারণ রয়েছে। মনে রাখবেন, কখনও কখনও যাদের বাজে অতীত ছিল তাদের জন্য সেরা ভবিষ্যত তৈরি হয়! কোনভাবেই আশা হারাবেন না!

দ্রষ্টব্যঃ

মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ার প্রবণতা দিয়ে। অচিরেই আমি তোমাদেরকে দেখাব আমার নিদর্শনাবলী। সুতরাং তোমরা তাড়াহুড়া করো না। আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বল, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? যদি অবিশ্বাসীরা সেই সময়ের কথা জানত, যখন তারা তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না (তাহলে তারা এ কথা বলত না)। (সূরা আম্বিয়া:৩৭-৩৯)

রাসূল সা্ বলেছেন, ‘হে লোকেরা, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ; অথচ ঈমান তোমাদের অন্তরে ঢোকেনি, তোমরা মুসলমানদের কষ্ট দিয়ো না। তাদের দোষ অনুসন্ধান করো না। কারণ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করল, আল্লাহ তাআলা তার দোষ অনুসন্ধান করবেন। আর যার দোষ আল্লাহ তায়ালা অনুসন্ধান করবেন তাকে অবশ্যই তিনি লাঞ্ছিত করে ছাড়বেন, যদিও সে নিজ ঘরের অভ্যন্তরেই অবস্থান করুক না কেন।’ (তিরমিজি, হাদিস : ২০৩২)

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, আবদুল কাইস বংশের প্রতিনিধি দলের নেতা আশাজ্জকে রাসূলুল্লাহ সা. বলেনঃ তোমাদের মধ্যে এরূপ দুটি গুণ রয়েছে যা আল্লাহ তা’আলা অধিক পছন্দ করেনঃ সহিষ্ণুতা ও স্থিরতা। (তিরমিজি: ২০১১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *