অনুবাদ: মাসুম খলিলী
এক. সর্বশক্তিমান। আমাদের এই ভাঙ্গা পৃথিবীকে পুনরুদ্ধার ও সংশোধন করুন। দুঃখ, হতাশা ও কষ্ট অপ্রতিরোধ্য হতে পারে। যারা প্রান্তিক এবং অন্যায়ের শিকার তাদের শান্তি দিন। শুধুমাত্র আপনিই যে কোন পরিবর্তন আনতে পারেন। আমীন।
দুই. আপনার সন্দেহ সংশয়কে দ্রুত বিদায় দিন। অন্যথায়, এটি আপনার হৃদয় ও মনের মধ্যেকার কর্মস্পৃহা ও উদ্দীপনাকে খেয়ে ফেলবে। আপনি নিজের মধ্যে আরও গভীর সন্দেহ খুঁজে পাবেন। এটি মোটেই স্বাস্থ্যকর নয় কারণ এটি আপনার বিশ্বাসকে দূরে সরিয়ে দিতে শুরু করতে পারে। মনে রাখবেন, আমরা কেউ নিজেরা আমাদের জীবনকে তৈরি করিনি। সর্বশক্তিমান আমাদের রক্ষা করছেন!
তিন. অন্যদের নিয়ে মজা করবেন না। আপনি যাকে নিয়ে মজা করছেন সে ব্যক্তি আপনার চেয়ে অনেক বেশি ভালো মানুষ হতে পারেন। আপনি কখনই সেটি জানতে পারবেন না। এছাড়া কাউকে নিয়ে ঠাট্টা করা খারাপ চরিত্রের হৃদয় থেকে উদ্ভূত হয়। এই ধরনের কাজ থেকে নিজেকে রক্ষা করুন।
পূনশ্চঃ
এক. সর্বশক্তিমানের সাথে একটি নতুন শুরুর জন্য আপনাকে একটি নতুন দিনের জন্য অপেক্ষা করতে হবে না। যে কোনো সময় আপনার একটি নতুন শুরুর প্রয়োজন, কেবল তাঁকে আহ্বান করুন, সৎ ও আন্তরিকভাবে। তার দরজা সবসময় খোলা। তাঁর করুণা অশেষ।
দুই. আপনার অগ্রাধিকার পরিবর্তন করুন। যেটি গুরুত্বপূর্ণ তার দিকে মনোনিবেশ করুন। অন্য মানুষের জীবন, নাটক, সমস্যা ও আচরণের উপর মনোনিবেশ নয়। এটি আপনার কাজ নয়। আপনার জীবনে যা ঠিক করার দরকার তাই আপনাকে ঠিক করতে হবে। বিভ্রান্ত হবেন না, নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করবেন না। সবার পরিস্থিতি কখনই এক হয় না!
তিন. আশা করবেন না যে মানুষ সবসময় আপনাকে বুঝবে। তারা আপনার বিচারে বসবে এবং আপনি কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন তা জানার পরও তারা কথা বলতে পছন্দ করে। সত্যটি হল তারা উপলব্ধি করে না। কেউ করে না কারণ তারা আপনার অবস্থার মধ্য দিয়ে যায়নি। তাই তাদের মন্তব্য শুনে হতাশ হবেন না। সর্বশক্তিমান সবই জানেন। হাসিমুখে থাকুন এবং সামনে এগিয়ে যান।
চার. আমরা সকলেই নিঃসন্দেহে সংগ্রাম করছি; আমাদের নিজেদের সাথে, আমাদের মানসিকতার সাথে, সমাজের চলমান রীতি, দীর্ঘসূত্রতা, অলসতা, তথ্য ভারাক্রান্ততা ইত্যাদির সাথে। এটি প্রতিদিনের একটি ক্লান্তিকর কাজ। চ্যালেঞ্জ মোকাবেলা করুন; এটাকে হাতছাড়া হতে দেবেন না। ইতিবাচকতার সাথে এর সাথে লড়াই করুন, উদ্দেশ্য নিয়েই জীবন যাপন করুন!
দ্রষ্টব্যঃ
মহাকালের শপথ। নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে নিপতিত কিন্তু তারা নয়, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে আর পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং উপদেশ দিয়েছে ধৈর্যের। (সূরা আসর ১-৩)
তোমরা সেই ফিতনাকে ভয় কর, যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা অত্যাচারী কেবল তাদেরই ক্লিষ্ট করবে না এবং জেনে রাখ যে, আল্লাহ শাস্তিদানে কঠোর। (সূরা আল-আনফাল: ২৫)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট