লেবাননের সেনাবাহিনী বুধবার জানায়, তারা হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধবিরতীর প্রথম ঘণ্টাগুলো তদারকিতে সহায়তা করার জন্য দক্ষিণ লেবাননে আরও সৈন্য পাঠাচ্ছে।
প্রায় ১৪ মাস লড়াই-এর পর অস্ত্রবিরতি মোটামুটি কার্যকর হয়েছে বলে মনে হচ্ছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা দক্ষিণ লেবাননের দুটো গ্রাম, খিয়াম এবং কেফার কিলা গোলাবর্ষণ করেছে। দুই গ্রামের “নিষিদ্ধ এলাকায়” একটি গাড়ি দেখতে পাওায় তাদের সৈন্যরা গোলা বর্ষণ করে।
বুধবার ভোরে ইসরায়েল এবং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যার ফলে সেখানে যুদ্ধ বন্ধ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফরাসি নেতারা বলছেন, এটি গাজা ভূখণ্ডে আরেকটি যুদ্ধবিরতির পথ তৈরি করতে পারে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাথে সাথে দক্ষিণ লেবাননের দিকে ছিল গাড়ির স্রোত। সেখানে কয়েক মাস ধরে চলা তীব্র লড়াই এবং ইসরায়েলের সরে যাওয়ার আদেশ লোকজনকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছিল। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই সমঝোতার মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মঙ্গলবার রাতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পায়। ভিওএ