রাজধানী ঢাকাসহ সারা দেশে মিছিল আর মিছিল। লাখো লাখো জনতার কন্ঠে একদফা একদাবি- ‘সরকার তুই কবে যাবি’। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ তারা বলছেন, এই দাবিতে রবিবার থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন চলবে৷ সরকার পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে৷
