ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) রমনাস্থ আইইবি মিলনায়তনে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং “রক্তস্নাত বিজয়” প্রকাশনার মোড়ক উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
https://youtu.be/MtPgL-4o6aE?si=menVYvih_FobDQCY
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির খোকন,
https://youtu.be/1O-itHDydrk?si=KsStT9wYfTm1qmLr ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি’)র সম্মানী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল)।
আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী মো. কামরুল হাসান (উজ্জ্বল)। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।