প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৩১ ডিসেম্বর, শনিবার রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খন্দকার মাহবুবের জন্ম হয় তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায় ১৯৩৮ সালের ২০ মার্চে। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালে তিনি দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলী ছিলেন।
কোভিড-১৯ মহামারির সময়ে বাংলাদেশের ভার্চুয়াল আদালতের প্রথম মামলায় একপক্ষে ছিলেন বিজ্ঞ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আর অপরপক্ষে ছিলেন তৎকালীন বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল প্রয়াত মাহবুবে আলম। বিচারপতি জাহাঙ্গীর হোসেন এর আদালতে শুরুতেই মাননীয় বিচারপতি নতুন যুগের সূচনা মর্মে সবাইকে অভিনন্দন জানান। উভয় পক্ষ পরস্পরকে উষ্ণ অভিবাদন জানান।
খন্দকার মাহবুব বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এরপর ২০১৬ সাল থেকে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট করোনা আক্রান্ত অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার বিকালে খন্দকার মাহবুব হোসেনকে আবারও একই হাসপাতালের (ক্রিটিক্যাল ইউনিটে ভেন্টিলেশন সাপোর্ট) লাইফ সাপোর্টে নেওয়া হয়।
ছবিঃ সংগৃহীত