মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তালেবান সরকারের বন্দী বিনিময়ের ঘোষণা

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তালেবান সরকার মঙ্গলবার কাতারের মধ্যস্থতায় একজন আফগান বন্দীর বিনিময়ে দুই মার্কিন বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় দুই দশক আগে আফগানিস্তানে গ্রেফতার হওয়ার পর ক্যালিফোর্নিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন আফগান যোদ্ধাকে আফগানিস্তানে বন্দী দুই মার্কিন নাগরিকের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে কাবুল থেকে এএফপি জানায়, ‘যুক্তরাষ্ট্রে বন্দী এক আফগান যোদ্ধা খান মোহাম্মদকে আমেরিকান নাগরিকদের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে এবং তিনি দেশে ফিরে এসেছেন।’ মোহাম্মদ প্রায় দুই দশক আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে গ্রেপ্তার হওয়ার পর ক্যালিফোর্নিয়া রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

এএফপির জিজ্ঞাসাবাদে, পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বন্দীদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরদিনই এই ঘোষণা আসে। ট্রাম্প তার প্রথম মেয়াদে তালেবানদের সাথে একটি চুক্তি করেন। যা ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং ক্ষমতায় ফিরে আসার পথ প্রশস্ত করে।

নভেম্বরে ট্রাম্পের নির্বাচনে জয়লাভের পর, তালেবান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়’ শুরু করার আশাবাদ ব্যক্ত করে। মঙ্গলবার তালেবান সরকার এই বিনিময়কে ‘সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের একটি ভালো উদাহরণ’ বলে অভিহিত করেছে, এই ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের কার্যকর ভূমিকার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’ বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *