ইসলাম গ্রহণ করলেন ডেভিড বেঞ্জামিন নামের ৩৮ বছর বয়সী এক মার্কিন প্রকৌশলী। মুসলিম বন্ধুদের জীবনযাপনে প্রভাবিত হয়ে ইসলামে দীক্ষিত হলেন তিনি।
স্থানীয় সময় বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার রমজান মসজিদে আনুষ্ঠানিকভাবে ডেভিড বেঞ্জামিন ইসলাম গ্রহণ করেন। এর আগে তিনি আদানার দারুল ইফতায় ইসলাম গ্রহণের ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন।
সেখানকার প্রাদেশিক মুফতি শায়খ মোহাম্মদ চিশতি তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে প্রবেশ করান। বেঞ্জামিনের ইসলাম গ্রহণকে কেন্দ্র করে রমজান মসজিদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নিজের অভিব্যক্তি প্রকাশ করে তিনি জানান, ‘এর আগে তিনি কোনো ধর্মেই বিশ্বাসী ছিলেন না। তবে তার কিছু মুসলিম বন্ধু ছিল, যাদের সাথে তিনি চলাফেরা ও ওঠাবসা করতেন। কাছ থেকে বন্ধুদের জীবনযাপন দেখে বেশ প্রভাবিত হন বেঞ্জামিন। এরপরই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি।’ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেয়ার পর শায়খ মোহাম্মদ চিশতি তাকে পবিত্র কুরআনের একটি ইংরেজি অনুবাদের প্রতিলিপি ও বেশকিছু ইসলামী বইপত্র উপঢৌকন দেন। ইয়েনি শাফাক, আনাদোলু এজেন্সি আরবি।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার