আনন্দের সময়ও বিপর্যস্তদের জন্য প্রার্থনা করি : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, ঈদ মুবারক। সর্বশক্তিমান আমাদের এবং আমাদের প্রিয়জনদের সর্বদা গাইড ও আশীর্বাদ করুন। যখন আমরা আনন্দের জন্য জড়ো হই, তখন একটি ভাবনাকে সামনে রাখি এবং বিশ্বজুড়ে যারা অশান্তি ও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে তাদের জন্য প্রার্থনা করি। যাদের প্রয়োজন তাদের কাছে সেটি পৌঁছাই।

পূনশ্চঃ

এক. এর সবই হলো পরিহাস। মৃত্যু আমাদের যেমন তাড়া করছে ঠিক তেমনিভাবে আমরা এই অস্থায়ী পৃথিবীকে তাড়া করছি! আজ অনেক প্রাণ আমাদের ছেড়ে চলে গেছে; আগামীকালও একই ঘটনা ঘটবে। সত্যি হলো আমাদের সময় যে আসবে সে বিষয়ে আমরা নির্লিপ্ত। আসুন আমরা প্রস্তুত থাকি এবং সর্বদা আমাদের পালনকর্তার আনুগত্যের মধ্যে থাকি। তাঁর দিকে ফিরুন।

দুই. তর্ক, গালমন্দ, ব্যাকবাইট বা গসিপ করবেন না। একমাত্র সর্বশক্তিমানের দিকে মনোনিবেশ করুন। আরও ভাল কাজ করুন, উদারভাবে দান করুন এবং এমন অভিপ্রায় করুন যে আপনি যা কিছু করেন তা যেন তাঁর জন্য এবং কেবলমাত্রই তাঁরই জন্য হয়।

তিন. কখনই সন্দেহ করবেন না যে সর্বশক্তিমানের কাছে আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা আছে। আপনি যখন প্রক্রিয়াটিকে বোঝেন তখনই শুধু নয়, এমনকি যখন আপনি এই প্রক্রিয়া বুঝতে পারেন না তখনও তাকে বিশ্বাস করতে শিখুন। কারণ আপনি জানেন যে তিনি কেবল আপনার জন্য সবচেয়ে ভালটি চান।

চার. ব্যর্থতা নিয়ে হায় হুতাশ করবেন না। এটা আমাদের জন্য সেরা বিষয়ও হয়। আপনি যদি পড়ে যান তবে এটি কোনও বড় বিষয় নয়; শুধু সেখানে থেকে যাবেন না, ফিরে দাঁড়ান এবং আবার চলুন। কখনও কখনও আপনি নিচে ছিটকে যেতে পারেন। এরপর আপনি আগের চেয়েও যে সোজা হয়ে দাঁড়িয়েছেন তা নিশ্চিত করুন। খাদে আটকে থাকবেন না।

পাঁচ. সব মানুষই ভুল করে। এর কোনও ব্যতিক্রম নেই। আমরা যার সাথে কথা বলছি তিনি যা করছেন তার পক্ষে তা নতুন হতে পারে, তিনি ভাল অনুভব নাও করতে পারেন অথবা তিনি ব্যক্তিগত সমস্যাগুলি মোকাবেলার মধ্যে থাকতে পারেন এবং জীবনকে চালিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য হয়তো চেষ্টা করছেন। তাদের এটি ঠিক করার সুযোগ দেওয়া দরকার সেটি হতে পারে তাদের প্রয়োজনের তুলনায় ক্ষুদ্রতর।

দ্রষ্টব্য:

আর তার ফল-সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাতের তালু মেরে আক্ষেপ করতে লাগল যখন তা মাচানসহ ভূমিতে লুটিয়ে পড়ল। সে বলতে লাগল, ‘হায়, আমি যদি কাউকেও আমার রব-এর সাথে শরীক না করতাম! আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোন লোকজন ছিল না এবং সে নিজেও প্রতিকারে সমর্থ হলো না। (সূরূ কাহফ:৪২-৪৩)

নিশ্চয় আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম; সেদিন মানুষ তার কৃতকর্ম প্রত্যক্ষ করবে এবং অবিশ্বাসী বলবে, হায় আফসোস! যদি আমি মাটি হয়ে যেতাম। (সূরা আন নাবা: ৪০)

আজ (পরকালে) আমি তাদের মুখে মোহর এঁটে দেব। আর তাদের হাতগুলো কথা বলে উঠবে এবং তাদের পাগুলোও তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। (সুরা ইয়াছিন: ৬৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *