ব্যর্থ দেখতে চাওয়া ব্যক্তিদের সুযোগ দেবেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ মাসুম খলিলী :

এক. যারা আপনাকে ব্যর্থ দেখতে অপেক্ষা করছেন; আপনাকে সমস্যায় পড়তে দেখার অপেক্ষায় আছেন, আপনাকে হতাশ হওয়ার জন্য অপেক্ষায় আছেন, আপনাকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের সেই সুযোগ দেবেন না। যতক্ষণ আপনার জীবনে সর্বশক্তিমান থাকবে, তিনি আপনার পিছনে থাকবেন।

দুই. চ্যালেঞ্জ নতুন কিছু নয়। কখনও কখনও, মনে হতে পারে যে সেই চ্যালেঞ্জগুলি আপনাকে পরাজিত করতে পারে। তবে আপনি যদি কিছু চান তবে আপনাকে চালিয়ে যেতে হবে। ছেড়ে দেবার ধারণাটি উপভোগ করবেন না; শক্ত থাকুন জীবনে যারা জয়ী হয় তারা হাল ছাড়ে না।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের স্বাচ্ছন্দ্য দিন। দুঃখটাই আসল। কিছু দিন অন্যদের তুলনায় কঠিন সময় যায়। আঘাত আসে এবং চালিয়ে যেতে সংগ্রাম করতে হয়। কিন্তু আমরা জানি আপনি নিয়ন্ত্রণে আছেন। আপনিই একমাত্র যিনি নিরাময় করতে পারেন এবং আমাদের হৃদয়ে শান্তি ও প্রশান্তি ফিরিয়ে
আনতে পারেন। আমীন।

দুই. যদি কিছু আপনাকে খারাপভাবে বিরক্ত করে তবে এটি সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। এটি সর্বশক্তিমানের কাছে হস্তান্তর করুন এবং আপনার হৃদয়কে স্বাচ্ছন্দ্যে রাখুন এটি জেনে যে তিনি তা কার্যকর করবেন। আপনার জানার দরকার নেই কিভাবে। শুধু তাকে বিশ্বাস করুন। শক্তিশালী হন এবং ইতিবাচক থাকতে বেছে নিন।

তিন. যেদিন আপনি সর্বশক্তিমানের সাথে দেখা করবেন সেদিনের জন্য প্রস্তুতি নিন। এটা করুন কারণ কেউ জানে না কে বিদায়ের পরবর্তী ব্যক্তি। এটা যে কোন সময় আসতে পারে। তাই প্রতিদিন এটির জন্য প্রস্তুত করুন, আপনার দিনটিকে নিখুঁত করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন, যাতে সেই দিনটি যদি আপনার শেষ দিন হয় তবে আপনার ভয় পাওয়ার কিছু না থাকে।

দ্রষ্টব্যঃ

হিংসুকের হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করো, যখন সে হিংসা করে’ (সুরা ফালাক, আয়াত : ৬)

তারা কি মানুষের প্রতি এজন্যই হিংসা করে যে, আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহ দান করেছেন (সুরা নিসা, আয়াত : ৫৪)

রসুল (সা.) বলেন, ‘আল্লাহর নেয়ামতের কিছু শত্রু আছে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নেয়ামতের শত্রু কারা? রসুল (সা.) বললেন, ‘হিংসুকরা। হিংসুক তো এজন্যই হিংসা করে আল্লাহ কেন তার বান্দাকে অনুগ্রহ করেছেন’ (দাওয়াউল হাসাদ)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *