আগামী ১০ কর্মদিবসের মাঝে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা জানান। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে”ই এ নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় ছাত্রলীগ প্রসঙ্গে কথা বলেন ড. আসিফ নজরুল, “ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সন্ত্রাসী কাজে ব্যবহার করেছে। এই ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রেখেছে।”
“আমরা দেখেছি, পুলিশ প্রশাসনকে কীভাবে ব্যব্যহার করা হয়েছে। তাই, শুধুমাত্র পুলিশ বা ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না। বরং, অপরাধের পেছনে যাদের নির্দেশ ছিল, সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয়, তাদেরও বিচার করা সম্ভব,” যোগ করেন তিনি। – বিবিসি বাংলা