বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে। প্রত্যেক বিদেশী বিনিয়োগকারীর জন্য একজন করে ‘ক্যাপ্টেন’ নিয়োগ দেয়া হবে। এক ঘণ্টার মধ্যে কোম্পানী রেজিস্ট্রেশন করে দেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী শনিবার সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা’ শীর্ষক বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম এবং মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক।
অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন-সহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে আমীর খসরু আরো বলেন, ক্ষমতায় গেলে আমরা ব্যবসা বাড়ানোর পর ট্যাক্স বাড়াবো। রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানো হবে। বিএনপি’র অর্থনীতির মূল ভিত্তি হবে গ্রামীণ অর্থনীতি। ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’-কর্মসূচি চালু হবে। বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।