প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক স্কুল গভর্নর ও সাপ্তাহিক বাংলা পোষ্ট পত্রিকার সাবেক ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জনপ্রতিনিধি, রাজনীবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নিয়েছেন।
শনিবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে গার্ডেন অফ পিচ কবরস্থানে দাফন করা হয়। ১৭ জানুয়ারী শুক্রবার ভোর ১টা ২০মিনিটে লন্ডনের হুইপস ক্রস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জেউ’ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই ভাইদুই ছেলে, চার কন্যা ও অনেক নাতি-নাতনী রেখে গেছেন ।
আবু সৈয়দ মোহাম্মদ সিংকাপনী ছিলেন ওলীয়ে কামেল হাফেজ মাওলানা আব্দুল কাদির চৌধুরী সিংকাপনীর (রঃ) দ্বিতীয় ছেলে। তিনি রেডব্রিজ কাউন্সিলের ওয়ানস্টেড লেইনে বসবাস করতেন। মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সিংকাপন গ্রামে। তিনি ১৯৫৯ সালে যুক্তরাজ্য আসেন এবং ক্যাটারিং ও ট্রেভেলস ব্যবসার সাথে জড়িত ছিলেন।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক স্পিকার ও কাউন্সিলার শাফি আহমদ, কাউন্সিলার ওহিদ আহমদ, কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, বিবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, বাংলা পোষ্ট’র চেয়ারম্যান শেখ মোহাম্মদ মফিজুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল কাদির ছালেহ, ড. এম এ আজিজ, ফুল্লী ওসমানী ইন্টারন্যাশনেল এয়ার পোর্ট ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এমএ রব, সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন, সাংবাদিক কামালী সেরোয়ান শাহ, মোঃ আনোয়ার হোসেন, আশিক চৌধুরী, ফয়জুর রহমান খান প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী মরহুমের স্ত্রী চৌধুরী ফাতেমা আফরোজা মোহাম্মদ লন্ডনে ইন্তেকাল করেছেন। এক সপ্তাহের মধ্যে স্বামী-স্ত্রী দুজনেই চলে গেলেন মহান মাবুদের দরবারে।