বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিদের ব্যবহার করতে দেয়া হবে না। তিনি বলেন, দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামীর জন্য নয়।
শনিবার (১৭ মে) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সমাবেশের আয়োজন করে।
মাওলানা মামুনুল হক আরও বলেন, ২০২৪ সালের স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশের মানুষের ইতিহাস, আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এদেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাশত করে না।
তিনি বলেন, শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছে, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি। ইন্দিরা গান্ধীর কাছ থেকে প্রেসক্রিপশন আনলেন। ভারতীয় সংবিধানের মূলনীতি বাংলাদেশে আনার দস্তখত দিলেন। ৭২-এ নতুন চেতনা দাঁড় করানো হলো।
মামুনুল হক বলেন, আমরা দিল্লির দাসত্ব থেকে ও গোলামী থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামীর জন্য নয়। বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিকে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ মানবতাবাদী দেশ। যখনই প্রয়োজন, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ। বাসস