কোটা সংস্কার আন্দোলন নিয়ে ভয়ংকর পরিস্থিতি বিরাজমান। পুলিশ ও ছাত্রলীগের হামলায় হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। সরকারের পক্ষে একতরফা নিউজ করার অভিযোগে আন্দোলনকারীরা বিটিভি ভবনে হামলা করেছে। বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট দুটি হ্যাক করা হয়েছে৷
আসলে কারা ওয়েবসাইট দুটি হ্যাক করেছে, তা জানা যায়নি৷ www.police.gov.bd ও www.bsl.org.bd দুটিতে ক্লিক করলে দেখা যায় দ্য রেজিস্ট্যান্স নামের একটি হ্যাকার গ্রুপের বার্তা ভেসে উঠে৷ সেখানে লেখা রয়েছে ‘অপারেশন হান্টডাউন’৷ আরো আছে ‘স্টপ কিলিং স্টুডেন্টস’ বা শিক্ষার্থী হত্যা বন্ধ করুন৷
এছাড়া কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হতে সাংবাদিক, হ্যাকার, সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে৷ সব রাজনৈতিক দল ও ইসলামপন্থি গ্রুপগুলোকেও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে হ্যাকাররা৷