বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আয়োজনে মঞ্চে গান গাইবে বিশ্বখ্যাত রক ব্যান্ড ‘স্করপিয়ন্স’। আগামী ৬ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ ব্যান্ডটি পারফর্ম করবে। খবরটি স্করপিয়ন্সের ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ শীর্ষক এ আয়োজনের টিকিট বিক্রি শুরু হবে আগামী ৪ এপ্রিল থেকে টিকিট বিক্রির ওয়েব সাইট ‘টিকিটমাস্টার’-এ।
কনসার্টে স্করপিয়ন্স ছাড়াও বাংলাদেশের চিরকুট ব্যান্ড পারফর্ম করবে।
১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এখনও নিয়মিত পারফর্ম করে যাচ্ছে জার্মান এই রক ব্যান্ডটি।