প্রবাসীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের প্রতিশ্রুতি দিলেন ড. এনামুল হক চৌধুরী

বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী ড. এনামুল হক চৌধুরীর সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) ইষ্ট লন্ডন ভ্যালেন্স রোডের উডহাম সেন্টারে অনুষ্ঠিত হয়।

‘ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব এমএ রব।

রাষ্ট্রচিন্তক ড. এনামুল হক চৌধুরীর মেধা, সততা ও কর্মনিষ্ঠা সম্পর্কে বক্তব্য রাখেন ক্যাম্পেইন কমিটির প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মানব টিভি সম্পাদক সাঈদ চৌধুরী এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আশিকুর রহমান আশিক। স্মারকলিপি পাঠ করেন ফাইন্যান্স সেক্রেটারি সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।

প্রবাসীদের দাবি ও সমৃদ্ধ জাতি গঠনে প্রবাসীদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, মাহবুবুর রহমান কুরেইশী, হাজী ফারুক মিয়া, প্রভাষক আব্দুল হাই, কামালী শেরওয়ান শাহ, আহমদ আলী, লোটন ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ আযম আলী, সাংবাদিক এনাম চৌধুরী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, মাওলানা মোহাম্মদ কুদ্দুছ, খন্দকার সাঈদুজ্জামান সুমন, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, মোঃ নুর বক্স, মোহাম্মদ গোলাম রব্বানী, মোহাম্মদ ফাহিম আজাদ, ইস্তাব উদ্দিন আহমদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন আকমল, মাসুদ আহমদ, মোহাম্মদ আশিক মিয়া, মাহবুবুর রশিদ, মেহেদী হাসান প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ন আহ্বায়ক মাওলানা আব্দুল কুদ্দুছ।

মতবিনিময় সভায় 🔸ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করা🔸সিলেটে বিদেশি এয়ারলাইন্স সমূহের ফ্লাইট চালু করা🔸বিমানের সিলেট-টু-লন্ডন এবং লন্ডন-টু-সিলেট ডাইরেক্ট ফ্লাইট নিয়মিত এবং যথাসময়ে পরিচালনা🔸হলিউডে টাইমে ডাইরেক্ট ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং বিদেশি এয়ারলাইন্সের সাথে সাদৃশ্যপূর্ণ ভাড়া নির্ধারণ🔸লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া বৈষম্য দূরীকরণের দাবি জানানো হয়।

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রবাসী ও সিলেটবাসীর যৌক্তিক দাবি গ্রহন করে জানুয়ারি থেকে লন্ডন রুটে সিলেট ও ঢাকার যাত্রীদের সমান ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সুত্রে জানা গেলেও সে বিষয়ে এখনো কোন ঘোষণা না আসায় সভায় হতাশা ব্যক্ত করা হয়।

সভায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা গেলেও সিলেটের যাত্রীদের অনেক বেশী ভাড়া দিতে হয়। আসার সময়ও একই অবস্থা। এমন বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রবাসীরা বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কাজ হয়নি। বাধ্য হয়ে লন্ডন থেকে বিমান বৈকট-সহ আরো কঠোর কর্মসূচি নেয়া হচ্ছে। এ পর্যায়ে প্রধান প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছেও এই দাবি জানানো হয়েছে।

ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কেএম আবু তাহের চৌধুরীর সভায় উপস্থিত হয়ে ড. এনামুল হক চৌধুরীকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রবাসীদের গুরুত্বপূর্ণ দাবি সমূহের একটি স্মারক লিপি প্রধান করেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী উপস্থিত সকলের বক্তব্য থেকে বিষয়টি যথার্থভাবে অবহিত হন। তিনি প্রবাসীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে একজন সিলেটি এবং প্রবাসীর সন্তান হিসেবে সমস্যার ব্যাপারে সম্যক অবগত এবং সমাধানের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করবেন বলে জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন নিবাসী তারেক রহমানের সহায়তা গ্রহনের জন্য প্রবাসীদের পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *