পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান।
শনিবার (৭ জুন ২০২৫) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী এপ্রিলের প্রথমার্ধের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বক্তব্যে ড. ইউনূস পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ধারণ করে বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, আসুন আমরা পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ধারণ করি এবং জুলাইয়ের অভ্যুত্থানের পর বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানান ড. ইউনূস। তিনি বাংলাদেশ ও দেশের জনগণের ধারাবাহিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।