৮২ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলের হয়ে তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির বিদায়ে শোকস্তব্ধ সমগ্র বিশ্ব। পেলের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১ টায় ৮২ বছর বয়সে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পেলে। দীর্ঘদিনের ক্যান্সারের পাশাপাশি পেলের শরীরে গতবছর টিউমারও ধরা পড়েছিলো, অপারেশন করে সেটি অপসারণ করা হলেও শারীরিক জটিলতা যেন তার পিছু ছাড়ছিলো না। অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা ‘কালোমানিক’ পেলে।
পেলের পায়ের জাদুতেই বিশ্বসেরাদের মঞ্চে রাজত্ব কায়েম করেছিলো ব্রাজিল। নিজে খেলেছেন চারটি বিশ্বকাপ, তার মধ্যে শিরোপা মাথায় তুলেছেন তিনবারই।
ফুটবলের মাঠে নিজের অমরত্বের কীর্তি তো গড়েছেনই, সঙ্গে সেলেসাওদের ফুটবল ইতিহাসকে আকাশসম উচ্চতায় নিয়ে গেছেন ব্রাজিলিয়ানদের ‘কালোমানিক’।
পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেক তারকা ফুটবলার। এছাড়াও শোক প্রকাশ করেছেন নানা পেশার মানুষ।
কিংবদন্তি পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ‘মেসি, রোনালদো ও বেকহামের আগে ছিলেন পেলে। ১৯৫৮ সালে সতের বছর বয়সে তিনি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন।’
তিনি পেলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরও লিখেন, ‘পেলের বিনীত শুরু থেকে ফুটবল কিংবদন্তি হয়ে ওঠা এক সম্ভবের গল্প। আজ তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সমবেদনা।’