পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনে দেখিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাতটি আসনে উপনির্বাচনে প্রার্থী হয়ে ছয় আসনেই বিজয়ী হয়েছেন পিটিআই চেয়ারম্যান। গত রোববার উপনির্বাচনের ভোটাভুটি হয়। ইমরানের এই বিজয় ক্ষমতাসীন পিএমএল-এন দলের জন্য বিরাট ধাক্কা। এর আগে ২০১৮ সালের নির্বাচনে একাই পাঁচ আসনে জিতেছিলেন ইমরান। খবর ডন ও জিওটিভি।
পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব আসন হচ্ছে মারদান-৩, চরসাদ্দা দ্বিতীয়, পেশোয়ার-৫, ফয়সালাবাদ-৮, নানকানা সাহিব-২, মুলতানে-৪, মালির-২, করাচি-১।
এর মধ্যে একাই সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইমরান খান। তিনি জয় পান ছয়টিতেই। কেবল মুলতানে পিপিপির হাকিম বেলুচের কাছে হেরে গেছেন ইমরান। অন্যদিকে করাচিতেও হেরে গেছে ইমরানের দল। এ আসনে ইমরান খানের ভাইয়ের মেয়ে বানু কোরেশি প্রার্থী হয়েছিলেন।
উপনির্বাচনে এবার নিজেদের এ দুটি আসনই হারালো ইমরান খানের দল পিটিআই। ২০১৪ সালের জাতীয় নির্বাচনে এই দুই আসনে জিতেছিল ইমরানের দলের প্রার্থী।চলতি বছরের এপ্রিল মাসে জাতীয় পরিষদের অধিবেশনে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। ইমরানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে পিটিআই সংসদ সদস্যরা পদত্যাগ করলে আটটি আসন শূন্য হয়। ওই শূন্য আসনগুলোতে রোববার উপনির্বাচন হলো।
এদিকে উপনির্বাচনে একসঙ্গে এতগুলো আসনে বিজয়ী হয়ে রেকর্ড গড়েছেন ইমরান খান। তার আগে একসঙ্গে পাঁচটি আসনে প্রার্থী হয়েছিলেন পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো। তবে সে সময় চারটি আসনে বিজয়ী এবং একটিতে হেরে গিয়েছিলেন ভুট্টো। সেই রেকর্ড ভেঙে একাই ছয় আসনে বিজয়ী হলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান।
বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে বেশ সোচ্চার এবং উপনির্বাচনে সাবেক এই প্রধানমন্ত্রীর জয় আগাম ভোট নিয়ে দেশটির বর্তমান সরকারকে বেশ চাপের মধ্যে ফেলবে। এর আগে, গতকাল রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ সামগ্রিকভাবে স্বচ্ছ হলেও পরে খাইবার পাখতুনখোয়ায় পিটিআই এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে, আগামী বছরের অক্টোবরে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই দেশটিতে আগাম নির্বাচন চান ইমরান খান। এ জন্য সরকারকে চাপ দিতে লং মার্চ ঘোষণা দেওয়ার কথা ভাবছেন ইমরান খান।
সূত্র : জিও টিভি, ডন ও এএফপি
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার