ইসরায়েলের স্থলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিল আরব আমিরাত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে “কঠোর সতর্কবার্তা” প্রদান করেছে। গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দিলে ইসরায়েলিদের ব্যবহৃত স্থল বাণিজ্য সেতু বন্ধ করার হুমকি দিয়েছে ইউএই।

লোহিত সাগরে ইয়েমেনের হুতিদের হামলার প্রেক্ষাপটে এই স্থল সেতু দিয়েই গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ এবং অন্যান্য সামগ্রী ইসরায়েলে প্রবেশ । সংযুক্ত আরব আমিরাত এই বাণিজ্য সেতু বন্ধ করার হুমকি দিয়েছে। ইসরায়েলে আই২৪নিউজ এক এক এক্সক্লুসিভ রিপোর্টে একথা জানিয়েছে।

সূত্রটি জানায়, নেতানিয়াহু সরকারের নীতির প্রতি আবু ধাবির ক্রমবর্ধমান অসন্তুষ্টির বিষয়টিই প্রকটভাবে ফুটে ওঠেছে আমিরাতের এই হুমকিতে। আমিরাত নেতানিয়াহুকে দুটির যেকোনো একটি বেছে নিতে বলেছে: অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ করার সুযোগ দাও, কিংবা ডিসেম্বরে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ স্থল সেতুটি বন্ধ করা মেনে নাও। সূত্র : মিডল ইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *