অনুবাদ: মাসুম খলিলী
এক. প্রতিশ্রুতি দিলে তা পূরণ করুন। আপনি যখন অঙ্গীকার করেন, তখন তার প্রতি সম্মান করুন। আপনার উপর দায়িত্ব অর্পিত হলে, সেটি পালন করুন। আপনি যখন কিছু করার জন্য নিযুক্ত হন, তখন এটি ভালভাবে সম্পন্ন করুন। আপনার কথা যেন সোনার মতো ভালো হয়। ন্যায়পরায়ণ, সৎ, পরিশ্রমী, নম্র, নিঃস্বার্থ, অনুগত, বিশ্বস্ত, আস্থাশীল ও বিনয়ী হন।
পূনশ্চঃ
এক. যারা আপনাকে ব্যর্থ দেখতে আগ্রহী তাদের কাছ থেকে সাবধান থাকুন। তারা আপনাকে নির্দিষ্ট কিছু করার জন্য বিরক্ত না করতে বলবে কারণ আপনি এটি করার জন্য যথেষ্ট নন। তাদের উপেক্ষা করুন। সর্বশক্তিমান আপনাকে সম্পূর্ণরূপে সজ্জিত করেছেন এবং যা করতে হবে তার পথে বাধা কাটিয়ে ওঠার ক্ষমতা আপনাকে দিয়েছেন। এই ধরনের মন্তব্য দিয়ে নিজেকে পিছিয়ে পড়তে দেবেন না।
দুই. সর্বশক্তিমান আপনাকে জনপ্রিয়তার জন্য নয়, একটি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আপনি সবার চায়ের কাপ নন এবং এটিই ঠিক। সবাই আপনাকে যে পছন্দ করবে না সেটিও ঠিক। আপনার সৃষ্টিকর্তাকে আপনি খুশি করার চেষ্টা করুন, সৃষ্টিকে নয়। আপনি কখনই মানুষের জন্য যথেষ্ট ভাল হতে পারবেন না। এটাই জীবনের প্রকৃতি।
দ্রষ্টব্যঃ
তোমাদের মধ্যে এমন একটি দল বা গোষ্ঠী থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে, তারাই সফলকাম। (সুরা আলে ইমরান : ১০৪)
ইরবাজ ইবনে সারিয়া (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে বসা ছিলাম। ওই সময় জনৈক বেদুইন এসে মহানবী (সা.)-কে বলল, আপনি আমার পাওনা উটের ঋণ পরিশোধ করুন! রাসুল (সা.) তাকে প্রাপ্তবয়স্ক একটি উট (যার মূল্যমান বেশি) দিয়ে দিলেন। লোকটি বলে উঠল, আমি তো আপনাকে কমবয়সী উট (যার মূল্যমান কম) দিয়েছিলাম! প্রতি উত্তরে রাসুল (সা.) বলেন, ‘লোকদের মধ্যে সেই সবচেয়ে ভালো; যে ঋণ আদায়ের ক্ষেত্রে ভালো।’ (ইবনে মাজাহ, হাদিস : ২২৮৬)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট