ধৈর্যশীল ও অধ্যবসায়ীদের ভালোবাসেন সর্বশক্তিমান : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ মাসুম খলিলী:

এক. সময় বেশ কঠিন। তবে নিজেকে মনে করিয়ে দিন যে সর্বশক্তিমান ধৈর্যশীলদের ভালোবাসেন, যারা অধ্যবসায় করেন এবং তাঁর কাছে সান্ত্বনা খোঁজেন। তাঁর পুরস্কার অসাধারণ। তাকে বিশ্বাস করুন।

দুই. সর্বশক্তিমান। আমাদের মানসিক শান্তি দিন এবং আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করুন। আমাদের জীবনে চাপ, দুঃখ এবং শোকের অনেক কারণ তৈরি হচ্ছে, দয়া করে এমন সমস্ত বিষয় মুছে ফেলুন। আমরা আমাদের বোঝা, আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং আশঙ্কা আপনার সামনে রাখি। আমাদের অবিরাম প্রার্থনায় রাখুন এবং আমরা যেন আরও বেশি কিছু না চেয়ে সর্বদা কৃতজ্ঞ হতে পারি আমাদের প্রতি সেই দয়া মঞ্জুর করুন!

পূনশ্চঃ

এক. আমরা সবাই আহত হয়েছি এবং বেদনাদায়ক পাঠ শিখেছি। তবে প্রতিবারই আমরা নিজেদেরকে তুলে নিই এবং শান্ত আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই। এটিই হলো সেটি যাকে আমরা সুন্দর ধৈর্য বলি। এটা অভিযোগ করে না, সর্বশক্তিমান সবকিছুর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এটি মনে রাখে। শীঘ্রই পরিত্রাণ আসবে।

দুই. আপনি যদি ক্রমাগত অস্থির হন, সর্বদা সামান্য বিষয়ে অভিযোগ করেন, সহনশীলতা কম রাখেন এবং আপনার চারপাশের লোকেদের প্রতি বিরক্ত হন তবে সাবধান হোন। এসব দুর্বল ঈমানের লক্ষণ। ধৈর্য ও সহনশীলতা একজন মুমিনের বৈশিষ্ট্য।

তিন. যতই ছোট হোক না কেন আপনার কাজকে হেয় না করতে দেবেন না কাউকে। আপনি যথাসাধ্য চেষ্টা করছেন কিনা সেটাই গুরুত্বপূর্ণ। সর্বশক্তিমান আপনাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আপনি আজ কোথায় আছেন সেটিই দেখুন। অতিচিন্তা ছেড়ে দিন। আপনি যদি কখনও নিজের বিষয়ে সন্দেহ করেন তবে মনের সামনে আনুন আপনি কীভাবে শুরু করেছিলেন এবং কতদূর পর্যন্ত আপনি এসেছেন!

চার. এই জীবনে, সব সময় আপনি যা চান তা পাবেন না। তবে মনে রাখবেন যে আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হয়ে আপনি নিজের জীবনে আরও কৃপা ও সদাচরণকে স্বাগত জানাচ্ছেন। সেই সমস্ত লোকের কথা চিন্তা করুন যারা আপনার সাথে একটি টুপি রাখার স্থান নিয়ে পর্যন্ত বাণিজ্য করবে! সর্বশক্তিমান আপনার প্রতি সব সময় যে কৃপা করছেন সেটির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন ও প্রশংসা করুন।

দ্রষ্টব্যঃ

হে মানব জাতি! তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ হতে উপদেশ ও অন্তরের রোগের নিরাময় এবং বিশ্বাসীদের জন্য পথপ্রদর্শক ও করুণা সমাগত হয়েছে। আপনি বলে দিন, ‘এ হল তাঁরই অনুগ্রহ ও করুণা; সুতরাং এ নিয়েই তাদের আনন্দিত হওয়া উচিত; এটা তারা যা (পার্থিব সম্পদ) সঞ্চয় করছে তা হতে অধিক উত্তম।’ ( সূরা ইউনূস: ৫৭-৫৮)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *