দুটি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান পিনাকীর

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে শেখ মুজিবের ছবি সরানো ও গোপন বন্দিশালা পরিদর্শনের আহ্বান জানিয়েছেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

তিনি লিখেছেন, গতকাল বুধবার বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি। প্রথমত, দেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যেকোনো ধরনের চিহ্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত; ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র‍্যাব পরিচালিত গোপন বন্দিশালা পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ ও সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে- তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে।

এর আগে পিনাকী ভট্টাচার্য লিখেন, বিএনপিকে ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির স্পষ্ট অবস্থান আজকের কর্মসূচি সফল করার জন্য নিয়ামক ছিলো। বিএনপি যদি আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের এই ঘোষণা না দিতো তাহলে আজকের কর্মসূচি এইভাবে সফল হতো কিনা বলা মুশকিল। আজকে সবার মনে একটা আলাদা উদ্দীপনা ছিলো। আমরা একসাথে অপ্রতিরোধ্য। স্যালুট মাই কমরেডস। আবার পাচই আগষ্টের ফিল পাচ্ছি। আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদকে লড়াই করার প্রশ্নে আমরা ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে দাড়াবো। জনগন চায়, অন্তত এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি। ইনকিলাব জিন্দাবাদ।

তারও আগে লিখেন, সারা দেশে অবশিষ্ট মুজিবের মুর্তি জয় বাংলা করে দিন। খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিবের একটা বিশাল মূর্তি আছে এখনো। ঐটা আজ রাতে জয় বাংলা করে দেন। ফ্যাসিবাদের সকল চিহ্ন বিলোপের মধ্যেই আছে জুলাই বিপ্লবের সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *