তোমার সৃষ্টির মাঝে তোমারই যে প্রতিফলন
প্রতিদিন দেখি আমি, হে বিধাতা, হই হতবাক
কি নিপুণ শৈলীতে সব তুমি করেছো সৃজন
শিল্পীর শিল্পী তুমি, কোন কিছুতেই নেই ফাঁক।
আকাশ ও পৃথিবীর মাঝে যতো কিছু আছে জানি
তোমারই আজ্ঞাবহ, মেনে চলে তোমার নির্দেশ
পর্বত, নক্ষত্ররাজি,বৃক্ষলতা, সাগরের পানি
নিয়ম শৃংখলে বাঁধা, যাতে নেই সন্দেহের লেশ।
তোমার শাশ্বত প্রেমে সিক্ত এই বিশ্ব জগত
পবিত্র তোমার নামে আবর্তিত গ্রহ, অণু-কণা
ঋতুচক্র মেনে চলে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ
সৃজিত সকল বস্তু তোমারই করে আরাধনা।
যেদিকে তাকাই দেখি তোমারই মাহাত্ম্য শুধু আমি
তোমার সমীপে হলাম নতজানু, হে অন্তর্যামী।