রুবাইদা গুলশানের ‘ব্যাচেলরস বাটন’

গল্প-উপন্যাস সময় সাহিত্য সাম্প্রতিক
শেয়ার করুন

কবি ও কথাসাহিত্যিক রুবাইদা গুলশানের নতুন বই ‘ব্যাচেলরস বাটন’ প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। বইটি সাজানো হয়েছেসমসাময়িক বিষয়ের ওপর ছোট-বড় ২০টি গল্প দিয়ে। গ্রন্থটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত সরলরেখা প্রকাশনা সংস্থার স্টলে (স্টল নং ৩৫৬)।

বইটি প্রসঙ্গে রুবাইদা গুলশান বলেন, রাতের নিস্তব্ধতার মতো চুপিচুপি গল্পেরা আসে। কেউ থেকে যায় আর কেউ লিখতে না পারার অভিমানে চলে যায় দূরে কোথাও। লেখক যখন লেখেন, তখন তার হৃদয়ে ভিড় করে হাজার মানুষের প্রাণ। প্রাণের সেই সব কিছু কথা, কিছু ব্যথা গল্প শোনায়। ‘ব্যাচেলরস বাটন’ বইটি টুকরো কিছু জীবনবোধের দর্শনের আদলে লেখা অল্প কথার কিছু গল্প।

তিনি আরও বলেন, জীবন আধুনিক হলেও আমরা কিছু জায়গায় এখনও পিছিয়ে। এখনও জীবনকে ভালো রাখার দায়-দায়িত্ব অন্যের ওপর দিয়ে রাখি। আমরা ধরে নিই, কেউ ভালো না বাসলে জীবন অর্থহীন। কেউ কেউ জীবনকে শেষ করে দিই এক নিমিষেই। অথচ এ জীবনকে নষ্ট করে দিতে হয় না। এই জীবন সৃষ্টিকর্তার অনন্য উপহার।

রুবাইদার ভাষ্য, দুঃখ-কষ্ট তো জীবনের অলংকার। এই অলংকার পরেই মানুষ এগিয়ে যায় সাফল্যের দ্বারে। কষ্টকে সাথে নিয়ে মানুষ ভালো থাকুক আর ভালো রাখুক তার আশেপাশের সবকিছুকে। জীবনকে দেখুক সৌন্দর্যে ঘিরে থাকা বাগান হিসেবে। আর সেই বাগানে ফুটে থাকা ফুলের নাম হোক ‘ব্যাচেলরস বাটন’।

প্রসঙ্গত, ২০১৬ সালে রুবাইদা গুলশানের উপন্যাস ‘অন্তরালে বর্ণফুল’, ২০১৭ সালে কবিতার বই ‘বিভ্রমে নীলাম্বরী’, ২০১৮ সালে গল্পগ্রন্থ ‘সেফটিপিন’, ২০১৯ সালে ছোটগল্পের বই ‘অরণ্যের গুঞ্জন’ ও প্রবন্ধের বই ‘আঁধারের আলপনা’, ২০২২ সালে মুক্তগদ্য ‘তিতা কথা’ প্রকাশিত হয়েছে।

সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরুপ এ পর্যন্ত বেশ কিছু সম্মাননা পদক পেয়েছেন কথাসাহিত্যিক রুবাইদা গুলশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *