তাঁর সুরক্ষা থাকলে কেউ ক্ষতি করতে পারবে না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ: মাসুম খলিলী

এক. আপনি যত বেশি সফল হবেন, লোকেরা আপনার বিরুদ্ধে তত ষড়যন্ত্র ও পরিকল্পনা করবে। তাদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করুন। কিন্তু মনে রাখবেন, সর্বশক্তিমান থেকে উচ্চতর কোন শক্তি নেই। আপনার যদি তাঁর সুরক্ষা থাকে তবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। শুধুমাত্র তাঁর উপর ভরসা করুন।

পুনশ্চঃ

এক. সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না। কখনও কখনও শব্দ আপনাকে ভাব প্রকাশে ব্যর্থ করতে পারে। চিন্তা করবেন না। সর্বশক্তিমান একমাত্র যিনি আপনার প্রকৃত অবস্থা জানেন। তাঁর সাথে কথা বলুন। তাঁর উপর আস্থা রাখুন। আপনাকে গাইড করতে তার কাছে প্রার্থনা করুন।

দুই. সর্বশক্তিমান। আমাদেরকে আপনার রহমত দান করুন এবং আমাদের আপনার বরকতময় দিনের অপরিসীম তাৎপর্য উপলব্ধি করার সুযোগ দিন। আমরা আপনার কাছে প্রার্থনা করি যে আপনি আমাদের কাজগুলিকে শুধুমাত্র আপনার জন্যই কবুল করুন এবং আমাদের ত্রুটিগুলি ক্ষমা করুন। আমীন।

দ্রষ্টব্যঃ

আল্লাহই রক্ষণাবেক্ষণে শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা : ইউসুফ : ৬৪)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *