বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমারকে মুম্বাইয়ের এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, এতো কাজ এক সাথে কিভাবে করেন তিনি। এই প্রশ্নে বেজায় বিরক্ত হলেন অক্ষয়। অক্ষয় বলেন, আমরা ছোটবেলায় রোজ স্কুলে যাই। বড় হয়ে অফিসে যাই। আমার জীবনটাও ঠিক তেমনি। রোজ সকালে শ্যুটিংয়ে যাই। সবার জীবনইতো এমন। তাই না?
আগামী দিনে ৩টি নয় ৫টি ছবির কাজ চলছে। খুব দ্রুত ৬ নম্বর ছবির কাজও শুরু হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বলছিলেন বলিউডের খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার।বলিউডে এমন সাফল্যের নেপথ্যে রয়েছে অক্ষয়ের কঠিন পরিশ্রম। রোজ ভোর ৪টায় নিয়ম করে ঘুম থেকে ওঠা, তার পরে শরীরচর্চা। শোনা যায়, আউটডোর থাকলে হোটেল থেকে শ্যুটিংস্থলে পৌঁছন হেঁটে বা সাইকেলে। বলিউডের পার্টিতেও খুব একটা দেখা যায় না তাকে।
রোববারের ছুটির দিনটা সময় দেন পরিবারকেই। ঘড়ির কাঁটা মেনে চলা জীবনে অভ্যস্ত অক্ষয় কি বলিউডেই কাটিয়ে দিতে চান গোটা জীবন? অক্ষয়ের উত্তর, যে রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে হবে, কাল সকালে আবার কাজে যেতে হবে, সে দিনই সব কাজ ছেড়ে দেব।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার