চলতি বছরের আগামী জুন মাসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএন গত ১৯ মে, বৃহস্পতিবার এমনই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাস অর্থাৎ জুনে জো বাইডেন ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে এই সাক্ষাৎ হতে পারে। দুই নেতার গুরুত্বপূর্ণ এই সাক্ষাৎ আয়োজনের ব্যাপারে হোয়াইট হাউস কাজ করছে।সূত্রে আরও জানা যায়, আগামী মাসে বিদেশ সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরকালে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার একটি সম্ভাব্য সাক্ষাতের ব্যবস্থা করতে মার্কিন প্রশাসনে কর্মকর্তারা সৌদির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।
মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জো বাইডেনের সাক্ষাৎ হতে পারে সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসির বৈঠকের মধ্যে।
সূত্র: সিএনএন