গ্যোটে-ইন্সটিটিউট বাংলাদেশ, দি টেক একাডেমি (TTA) সহযোগিতায় “দি ইনফিনিট লাইব্রেরি” শিরোনামে একটি ভার্চুয়াল রিয়ালিটি ইনস্টলেশনের আয়োজন করেছে। ১০ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৪ টায় দৃক স্টুডিও প্রাঙ্গনে এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘দি ইনফিনিট লাইব্রেরি’ প্রকল্পের সৃজনশীল পরিচালক মিকা জনসন, গ্যোটে-ইনস্টিটিউটের পরিচালক ডক্টর কিরস্টেন হাকেনব্রোক, টেক একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শামস জাবের এবং চলচ্চিত্রকার দীনা হোসেন।
গ্যোটে-ইন্সটিটিউট বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অরডিনেটর খন্দকার মোঃ মাহমুদ হাসান জানান, ‘দি ইনফিনিট লাইব্রেরি’ একটি ভ্রাম্যমান স্থাপত্য আয়োজন, যা ভার্চুয়াল রিয়ালিটি (ভি.আর.) এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে গল্প বলার ঢঙ্গে লাইব্রেরির ভবিষ্যতকে একটি মিথষ্ক্রিয় স্থান হিসাবে বিনির্মাণের একটি প্রয়াস, যা দর্শকদেরকে এর বহুসংবেদনশীল গঠনের মাধ্যমে আকৃষ্ট করে।
এটি মানুষের গল্পগুলিকে আরো বেশি বিস্তৃত পরিসরে সংযুক্ত করার একটি প্রচেষ্টা, যার মধ্যে আমাদের গ্রহের জন্ম এবং সমস্ত প্রাণের বিবর্তনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
দি ইনফিনিট লাইব্রেরি: একটি বহুমাত্রিক সংবেদনশীল ভার্চুয়াল রিয়ালিটি (ভি.আর.) অভিজ্ঞতা যা গ্রন্থাগারের ভবিষ্যতকে নতুন করে ভাবতে প্রেরণা যোগাবে। প্রকল্পটি একটি বিস্তৃত পরিসরে গল্প বলার অভিজ্ঞতা যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক পটভূমিকে কল্পনা করে, এবং গ্রন্থাগার ধারণাকে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে জ্ঞান স্থানান্তরের একটি আন্ত-সাংস্কৃতিক ধারণায় প্রসারিত করে।
‘দি ইনফিনিট লাইব্রেরি’ প্রকল্পটি গ্যোটে-ইন্সটিটিউট / ম্যাক্স মুলার ভবন নতুন দিল্লির প্রযোজনায় নির্মিত একটি ভ্রাম্যমান স্থাপত্য আয়োজন, যা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত হয়েছে।এই ইনস্টলেশনে ‘গ্রন্থাগার’ অংশটিকে একটি জীবন্ত অবয়ব হিসাবে কল্পনা করা হয়েছে, এটি এমন এক ধরণের জ্ঞানের মূর্ত রূপ যেটি প্রথমে দর্শকদের কাছে নিজেকে পরিচয় করিয়ে দেয় এবং অতঃপর তাদের আবাসস্থল পর্যবেক্ষণের আমন্ত্রণ জানায়। এর মধ্যে রয়েছে একটি কিউ.আর. (QR) কোড গেম, হলোগ্রাম, থ্রিডি (3D)-মুদ্রিত বস্তু, অডিও-ভিজ্যুয়াল কাজ এবং প্রকল্পের কেন্দ্রীয় অংশ; একটি গুহার ভেতরে স্থাপিত একটি বিশাল ভার্চুয়াল রিয়ালিটি গ্রন্থাগার।
দি ইনফিনিট লাইব্রেরি, এই ভার্চুয়াল জগতের মধ্যে মূল গ্রন্থাগারের অধীনে বেশকিছু ছোট গ্রন্থাগারকে সন্নিবেশিত করে, যার সবকটি প্রকৃতির দ্বারা সংযুক্ত। প্রতিটি ভার্চুয়াল কক্ষ সারা বিশ্বের জন্য এমন একটি নিবেদিত জ্ঞান ব্যবস্থা চালু করে যার মধ্যে সন্নিবেশেতো আছে দক্ষিণ ভারতীয় পুতুলনাচ, ইউরোপীয় রসায়ন এবং পলিনেশিয়ান নাবিকবিদ্যা মতো বিষয়গুলো।
আয়োজকরা আশা করছেন ভার্চুয়াল রিয়ালিটির এই স্থাপত্য আয়োজনে যোগ দিয়ে দর্শকগণ পৃথিবীর অতীত, বর্তমান, এবং ভবিষ্যতের জীবন ও প্রকৃতির ক্ষেত্রগুলি অতিক্রম করার এক অনন্য অভিজ্ঞতা লাভ করবে।
ওয়েবসাইট: www.infinite-library.com, টিজার:https://www.instagram.com/p/Ca62IWBlZmU/
ভার্চুয়াল রিয়ালিটি ইনস্টলেশনটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আগামী ১৪ সেপ্টেম্বর, বুধবার প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
দি টেক একাডেমি (TTA): দি টেক একাডেমি একটি সামাজিক উদ্যোগ যা ৮ -১৪ বছর বয়সী শিশুদের রোবোটিক্স, ইলেকট্রনিক্স, টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশন এবং গেম ডেভেলপমেন্ট শেখায়। আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে এই ওয়েবসাইটটিতে অনুসন্ধান করুন: https://thetechacademy.net/
স্থান: দৃক স্টুডিও, ৮ম তলা, বাড়ী ১৬, শুক্রবাদ, পান্থপথ, ঢাকা ১২০৭।
আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার