গুড টাইমসখ্যাত অভিনেতার বিদায়

বিনোদন সময় চিন্তা
শেয়ার করুন

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘গুড টাইমস’খ্যাত অভিনেতা জনি ব্রাউন দর্শকদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন। গত বুধবার তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুর খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন মেয়ে শ্যারন ক্যাথরিন ব্রাউন।

অভিনেত্রী শ্যারন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার শোকে ভেঙে পড়েছে। এককথায় আমার বাবাকে হারানোর শোক ভুলতে পারছি না। আমরা বিধ্বস্ত। আমাদের নিশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আমরা অভিভাবকশূন্য হয়ে গেলাম। আমার মায়ের ৬১ বছরের সঙ্গীকে হারালেন, আমরা বাবা হারালাম। আমার সন্তানেরা তাদের প্রিয় মানুষকে হারাল। এটা আমাদের পরিবারের জন্য একটা বড় ধাক্কা। আমাদের জীবনের একটা অংশ যেন একেবারে ছিন্ন হয়ে গেছে। আজ বাবাকে হারিয়ে অনেক কথা মনে পড়ছে। এগুলো বলার সময় এখন নয়। সব দিক দিয়ে আমার বাবা ছিলেন সেরা। আমরা তোমাকে অনেক ভালোবাসি।’
👉আপনার ব্যবসা বা কোম্পানি প্রোফাইল ওয়েবসাইট তৈরির জন্য আপনার পাশে সবসময় আছে ‘ভার্সডসফট’।

অভিনয়ে আসার আগে একটি ব্যান্ডে গান করতেন জনি ব্রাউন। অভিনয়ে নিয়মিত হওয়ার আগেই ৬০–এর দশকে তাঁর গান রেকর্ড করা হয়। পরে তিনি ‘রয়ান অ্যান্ড মার্টিনস লাফ-ইন কমেডি’ অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান। তিনি একাধারে গান এবং অভিনয় দিয়ে দর্শককে আনন্দ দিয়েছেন। ১৯৭৪ সালে ‘গুড টাইমস’ সিরিজে অভিনয় করে খ্যাতি পান। এর ছয়টি সিরিজেই তাঁর উপস্থিতি ছিল। পরে স্টেজেও তিনি অভিনয় করেছেন। অভিনয় ও গান দুই শাখাতেই তার দক্ষতা রয়েছে। উভয় ক্ষেত্রেই তিনি পারদর্শিতার স্বাক্ষর রেখে গেছেন।

১৯৬৬ সালে ‘আ ম্যান কলড অ্যাডাম’ সিনেমার মাধ্যমে জনি অভিনয় শুরু করেন। হলিউড রিপোর্টারে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষকে তিনি হাসাতে পারেন, এটাই তাঁর জীবনের সেরা অর্জন। সেই হাসি এবার চিরতরে থেমে গেল। ২০১৩ সালে ‘ইন ডা কাট’ সিনেমায় সর্বশেষ দেখা যায় এই অভিনেতা ও গায়ককে। দীর্ঘ ক্যারিয়ারে ৫৬টি সিনেমা ও টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘ম্যান ইন দ্য মিরর’, ‘লাইফ’সহ একাধিক কাজ তাঁকে দর্শকদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৯৩৭ সালের ১১ জুন তাঁর জন্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *