কৃষক ও তার দুই ছেলে

গল্প-উপন্যাস
শেয়ার করুন

এক কৃষকের দুই ছেলে। ছেলে দুটি যেমন অলস, হাবা ও অকম্মার ধাড়ি ছিল। কৃষক বড় ছেলেকে কোনো কাজের হুকুম দিলে সে বলে, ‘আমি পারব না।’ ছোটকে দেখিয়ে বলত ওকে বলো। ছোট ছেলেকে বললে সেও বলত, ‘আমি পারব না।’ বড়কে দেখিয়ে দিত। তখন কৃষক কী আর করে। ত্যক্ত-বিরক্ত হয়ে বলল, ‘ঠিক আছে, আমি যে কাজ করতে বলব, তোরা দুজনাই মিলে তা করবি।’ সেই থেকে কৃষক যে কাজ করতে বলে, দুই ছেলেই মিলে তা করে। মাঝেমধ্যে উল্টাপাল্টা কাজও করে। কৃষক অবশ্য সে জন্য বিশেষ কিছু বলে না। কারণ, সে জানে ওরা দুটোই হাবা গোছের।

একদিন কৃষক বাজার থেকে একটি সুই আনতে বলল। দুই ছেলেই বাজারে গিয়ে একটি সুই কিনল। এখন এই সুই কে বহন করে নেবে, তা নিয়ে ওরা ভীষণ তর্কাতর্কি শুরু করে দিল। বড় বলল ছোটকে ‘তুই নে’। ছোট বলে, ‘আমি কেন নেব? তুই নে।’ অবশেষে স্থির করল সুইটি দুজনেই বহন করে নেবে। কিন্তু এতটুকু সুই দুজনে কীভাবে বয়ে নেবে, তা ভেবে ভেবে দুজনাই ভারি মুশকিলে পড়ে গেল।
👉আপনার ব্যবসা বা কোম্পানি প্রোফাইল ওয়েবসাইট তৈরির জন্য আপনার পাশে সবসময় আছে ‘ভার্সডসফট’।
এদিকে এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে ওদের তর্কাতর্কি শুনে কাছে এসে ব্যাপার কী জানতে চাইলেন। সব শুনে ভদ্রলোকটি বললেন, ‘এ আর এমন কঠিন ব্যাপার কী? তোমরা আমার সঙ্গে চলো, এক্ষুনি এর সমাধান করে দিচ্ছি।’ ভদ্রলোকটি ছিলেন খুবই চালাক-চতুর। অচিরেই তিনি বুঝতে পারলেন, ওরা দুজনই হাবা ও বেকুব। তিনি মনে মনে হাসতে হাসতে ওদের দুজনকে তাঁর বাড়ি নিয়ে এলেন। তাঁর বাড়িটি বাজারের কাছাকাছিই ছিল। ভদ্রলোক তাঁর বাড়ি এনে একটি কুড়াল ওদের হাতে দিয়ে বড়সড় মোটা ও লম্বা একটি কলাগাছ কাটতে বললেন।

ওরা কয়েকটি কোপ দিয়ে অত বড় মোটা ও লম্বা কলাগাছটি কেটে ফেলল। অবশ্য কলাগাছটি গোড়া থেকেই কেটেছিল। ভদ্রলোক তখন সুইটি কলাগাছটির ঠিক মাঝখানে গেঁথে ওদের বললেন, যাও, এবার গাছটি দুজনে কাঁধে করে নিয়ে যাও। তাতে তোমাদের দুজনারই সুইটি নেওয়া হবে।

অতঃপর ওরা দুজনে তখন কলাগাছটি কাঁধে করে অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে বাড়ি নিয়ে এল। ঘামে ওদের শরীর জর্জরিত এবং ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিল। কলাগাছটি বাড়ির উঠোনে ধপাস করে ফেলে দিয়ে ওরা উঠোনেই বসে পড়ল। কৃষক এ অবস্থা দেখে ভারি অবাক হয়ে ওদের বলল, একি কাণ্ড। তোরা এ কলাগাছটি কোথা থেকে নিয়ে এলি। তোদের কে বলেছে কলাগাছ আনতে? ওরা তখন বলল, ‘সাধে কী আর এ কলাগাছ এনেছি। দেখো ওই গাছের মাঝামাঝি সুইটা গাঁথা রয়েছে। এক ভদ্রলোক আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন। নতুবা আমরা তো ভেবেই পাচ্ছিলাম না, কেমন করে, কী করে এমন ছোট্ট সুই দুজনে বয়ে নিয়ে যাব?’ কৃষক তখন কলাগাছ থেকে সুইটি বের করে এনে ওদের বলল, ‘ওরে আহাম্মকের দল, তোরা কবে মানুষ হবি? আর কবে তোদের বুদ্ধিশুদ্ধি হবে।’
👉ডায়নামিক ওয়েবসাইট দিয়েই গড়ে তুলুন আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার ব্র্যান্ড আইডেন্টিটি। সেবা দেয়ার জন্য সবসময় আপনার পাশে আছে ‘ভার্সডসফট’।

এ অবস্থায় বাড়ির কিছু লোক এসে ঘটনা শুনে কৃষককে বলল, তোমার এ ছেলে দুটি চিরকালই এমন হাবা ও বেয়াক্কেল থাকবে। ওদের কোনো দিনই আর জ্ঞানবুদ্ধি হবে না।

সংগ্রহে: সাদিকা আলম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *