এমসিএ‘র কুরআন কনফারেন্স ছিল অনুপ্রেরণাদায়ক ও প্রাণবন্ত

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

কুরআন শিখুন, কুরআন পড়ুন, কুরআনের আলোকে চিন্তা করুন, কুরআন অনুভব করুন, কুরআন বুঝুন এবং কুরআন অনুসরণ করুন। মহাগ্রন্থ আল-কুরআনের জ্যোতিতে আলোকিত হওয়ার এমন দৃঢ় প্রত্যয় নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হল কুরআন কনফারেন্স ২০২৫।

ভিডিও লিংক : https://youtu.be/fW3kXpac9Rs?si=S6DM7Hi-JOiZdljI

রোববার (১৬ ফেব্রুয়ারি ২০২৫)ইস্ট লন্ডনের মে-ফেয়ার ভেনুতে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের (এমসিএ) কুরআন কনফারেন্স ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। বাবা-মা’র সাথে শিশু-কিশোর-সহ অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।

প্রাণবন্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসিএ’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট খ্যাতিমান আইনজীবী ও মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিষ্টার হামিদ হোসাইন আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ইমাম আব্দুল্লাহ আল মওদুদ। অতিথি আলোচক ছিলেন শায়েখ ইমাম খিজির হোসাইন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিশরীয় ক্বারী শায়েখ আব্দুর রহমান ফারাজ হাফিজাহুল্লাহর প্রশান্তিময় তিলাওয়াত অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায়। আলোচনা পর্বে তার বক্তব্যও ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। লন্ডন মুসলিম সেন্টারের শায়েখ আব্দুর রহমানের সুললিত কন্ঠে কুরআন তেলাওয়াতের অনুবাদ করেন হাফিজ তামজিদ আল কাদির।

তরুণদের পর্বে তেলায়াত করেন ক্বারী মোহাম্মদ রাকিব আনজুম (কিউ ফ্যাক্টর ৮ টিন গ্রুপ বিজয়ী, প্রথম), মুহাম্মদ হুজাইফা বিন কাদির (কিউ ফ্যাক্টর ৮ জুনিয়র গ্রুপ বিজয়ী, তৃতীয়)। তরুণদের পর্বে তেলায়াতের অনুবাদ করেন আব্দুল্লাহ আহমদ ও আব্দুর রহমান সা’দ। তারপর কুরআন তেলায়াত ও তাৎপর্য বর্ণনা করেন মরিয়ম ফাতিমা জাজিম (কিউ ফ্যাক্টর ৮ জুনিয়র গ্রুপ বিজয়ী, প্রথম বিজয়ী)।

ব্যতিক্রমী আয়োজন ছিল প্যানেল ডিসকাশন। শিক্ষক হাসান কাওসারের পরিচালনায় ‘মাই জার্নি টু কানেকটিং কুরআন’ বিষয়ে প্যানেল ডিসকাশনে আরো ছিলেন ইমাম আব্দুল্লাহ আল মওদুদ, ক্বারী ইয়াহয়া আলী, টেকনোলজি কনসালটেন্টস মহসিন হামিদ ওতমান।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি নুরুল মতিন চৌধুরী। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন এমসিএ’র কেন্দ্রীয় ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি ডা. এএসএম আশরাফ মাহমুদ উজ্জল।

* সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *