সিলেট জেলা বিএনপির সিনিয়র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ’ন)। রোববার (২২ জুন) দুপুর দেড়টার দিকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এডভোকেট আব্দুল গফফার সিলেটের রাজনীতিতে ও আদালত পাড়ায় দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি)। দুই দফা সিলেট বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও সুনামের সাথে রাজনীতি করেছেন।
অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, ‘অ্যাডভোকেট আব্দুল গফ্ফারের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুম অ্যাডভোকেট আব্দুল গফ্ফার। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে তার সাহসী ও সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’