এক হাজারের বেশি রুশ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে : জেলেনস্কি

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার এক হাজারের বেশি ট্যাংক ধ্বংস করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ ছাড়া ২০০ যুদ্ধবিমান এবং আড়াই হাজারের মতো রাশিয়ার সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, এসব ধ্বংস করার পরেও আরো হামলা চালানোর জন্য রাশিয়ার কাছে সামরিক সরঞ্জাম রয়েছে। দখলদারদের কাছে অনেক অস্ত্র সংরক্ষিত আছে।

তিনি আরো বলেছেন, তারা এখনো ইউক্রেনের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এই যুদ্ধে রাশিয়াকে এতটাই দুর্বল করে দিয়েছে যে- মস্কোয় কুচকাওয়াজ প্রদর্শনে কম সামরিক সরঞ্জাম নিয়েই করতে হবে।

প্রসঙ্গত, অন্য বছরের মতো এবারও ৯ মে বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজের পরিকল্পনা করেছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার কাছে আত্মসমর্পণের স্মরণে রেড স্কয়ারে ঐতিহাসিক দিবসটিতে কুচকাওয়াজ প্রদর্শন হয়ে থাকে।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ২৩ হাজার যোদ্ধা হারিয়েছে রাশিয়া। যদিও তার সেই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সূত্র : সিএনএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *