যুদ্ধবন্দিদের সঙ্গে কোন যোগাযোগ করতে দিচ্ছে না হাঙ্গেরি, অভিযোগ ইউক্রেনের

আন্তর্জাতিক ইউরোপ এশিয়া সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

ইউক্রেনের একদল যুদ্ধবন্দি বর্তমানে হাঙ্গেরিতে রয়েছে। হাঙ্গেরিতে অবস্থানরত ইউক্রেনীয় সেসকল যুদ্ধবন্দিদের সঙ্গে কোন প্রকারের যোগাযোগ করতে পারছে না কিয়েভ সরকার। কিয়েভের অভিযোগ, যুদ্ধবন্দিদের সঙ্গে ইউক্রেনীয় কূটনীতিকদের সাক্ষাতের সুযোগ দেয়ার অনুরোধ অবজ্ঞা করেছে হাঙ্গেরি সরকার।

কিয়েভ বলেছে, রাশিয়ার কাছ থেকে ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের গোপনে হাঙ্গেরিতে স্থানান্তর করা হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান তার নিজের স্বার্থ হাসিলে এমন কাজ করেছে। হাঙ্গেরি সরকার এখন এই যুদ্ধবন্দিদের সঙ্গে ইউক্রেনীয় কূটনৈতিকদের যোগাযোগ করতে দিচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ৯ জুন ১১ ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে রাশিয়ার হাত থেকে গ্রহণ করার কথা জানায় হাঙ্গেরি সরকার। রাশিয়ার সঙ্গে শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে ভিক্টর সরকারের।

রাশিয়ার তীব্র বিমান হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মঙ্গলবার ভোররাতে সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেন, রাশিয়ার ছোড়া ৩৫টি শাহেদ ড্রোনের ৩২টিই ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চল এবং আজভ সাগর থেকে এসব ড্রোন ওড়ানো হয়।

এদিকে পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে একটি ‘ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনায়’ রুশ বাহিনী হামলা করেছে বলে আঞ্চলিক গভর্নর মাকস্কিম কজিটয়স্কি জানান। তিনি জানান, স্থাপনাটি ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমানা থেকে মাত্র ৪৩ মাইল দূরে অবস্থিত। মাকস্কিম এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো টেলিগ্রামে বলেছেন, রাশিয়া অঞ্চলটির টেলিযোগাযোগ খাতসহ বেসামরিক বেশ কিছু স্থাপনায় আঘাত হানলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ড জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী রাশিয়া জাপোরিঝিয়ায় অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাথমিক খবর অনুযায়ী রুশ হামলায় কেউ হতাহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *